মাঘী পুর্নিমায় প্রণবরথ মন্মথপুরে


ইন্দ্রজিৎ আইচঃ মাঘীপূর্ণিমা ও স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৮ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে বেরোল বিশেষ প্রণব রথ। আনন্দমুখর এই প্রণব রথযাত্রা নবম বর্ষে পদার্পণ করল৷ সঙ্ঘের সন্ন্যাসী, ভক্তদের উপস্থিতিতে আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের সাধন সিদ্ধবাণী ‘এযুগ মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন ও মহামুক্তির যুগ’ সংকল্পিত যাত্রার মহতি ভাবনা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রায় চার কিলোমিটার পথ ধরে এই প্রণব রথ পরিক্রমা করে৷ জগতের কল্যাণে এই মহতি রথের মহারথী শিবাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং রথের সারথি স্বয়ং ভগবান শিব শঙ্কর৷ এলাকার উৎসাহিত শতশত ভক্তদের দ্বারা প্রণব রথ পরিক্রমা শুভারম্ভ হয় মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে৷ তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদী ঘাট, গিরিরচক মনসাতলা ও মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজননগর, দুর্গানগর, সার্ব্বজনীন বিশালাক্ষী মন্দির হয়ে মন্মথপুর প্রণব মন্দিরে এসে উপস্থিত হয়৷ এই মহতি প্রণব রথযাত্রায় এলাকার বহু মানুষ যেমন পায়ে পা মিলিয়ে নিজেদের সাথে সমাজের কল্যাণ কামনায় সামিল হন, তেমনি পথে দুই প্রান্থে শতশত উৎসাহিত সাধারণ মানুষ এই মহতি রথযাত্রার সাক্ষী হন৷

On the occasion of Maghi Purnima and the 128th birth anniversary of Swami Pranabananda Maharaj, a special Pranab Rath was taken out at Manmathapur, the rural service center of Bharat Sevashram Sangha, at Manmathapur in Rabindra Gram Panchayat area of South 24 Parganas district. In the presence of sannyasis and devotees of the Sangha, acharya Shrimat Swami Pranabanandaji Maharaj’s sadhan siddhbani ‘Ayug Mahajagaran, Mahasamvay, Mahamilan and Mahamukti Yuga’ with the great idea of the planned journey, this Pranab Rath yatra was carried out for about four kilometers with a colorful procession. From Manmathapur Hindu Milan Mandir, then gradually banshtala kalnagini river ghat, Girirchak Mansatla and Manmathapur Pranabananda Vidyamandir, Bijannagar, Durganagar, Sarvajanin Vishalakshi Temple and reach Manmathapur Pranab Temple. As many people of the area joined themselves on foot in this great Pranab Rath Yatra to pray for the welfare of the society, on the way, hundreds of enthusiastic common people witnessed this great rath yatra.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights