পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধ ভিত্তিক আলোচনা সভা শুরু করল তৃণমূল কংগ্রেস


মালদা: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধ ভিত্তিক আলোচনা সভা শুরু করল তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ইংলিশবাজার ব্লকের মহদীপুর অঞ্চলের রামকেলি এলাকায় অনুষ্ঠিত হল এক বুধ ভিত্তিক আলোচনা সভা। বুধ ভিত্তিক আলোচনা সভায় এলাকার উন্নয়ন এবং অভাব অভিযোগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার ব্লকের সহ-সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর অঞ্চল সভাপতি প্রশান্ত ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। তার পাশাপাশি এই এদিন সন্ধ্যায় যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যাশপুরে অনুষ্ঠিত হয় আরো একটি বুধ ভিত্তিক আলোচনা সভা। জানা যায় এদিন বুধ ভিত্তিক এই আলোচনা সভায় রামকেলি এবং ব্যাশপুর বুথে নতুন কমিটি গঠন করা হয়।

Malda: Ahead of the upcoming three-tier panchayat elections, the Trinamool Congress (TMC) has started a Mercury-based discussion meeting. As part of this, a Mercury-based discussion meeting was held in Ramkeli area of Mahadipur area of Englishbazar block on Thursday evening. The Budh-based discussion meeting discussed in detail the development of the area and the complaints of scarcity. English Bazar block vice-president Lipika Barman Ghosh, Mahdipur area president Prasanta Ghosh, district Trinamool Congress leader Prasenjit Ghosh and others were present on the occasion. Apart from this, another Mercury-based discussion meeting was held at Bashpur of Gram Panchayat No. 1 of Jadupur this evening. It is learned that new committees were formed at Ramkeli and Bashpur booths at this wednesday-based discussion meeting.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights