বই মেলায় রূপা পাবলিকেশন থেকে প্রকাশিত হলো পদ্মিনী দত্ত শর্মার নতুন বই


ইন্দ্রজিৎ আইচঃ কে বলে বইয়ের পাঠক সংখ্যা কমে গেছে, বই বিক্রি কমে গেছে ! এবারের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জনতার ভিড় ও বই কেনার হিড়িক দেখে বোঝা গেল এখনো বইপোকা যথেষ্ট। এবারের বইমেলায় আন্তৰ্জাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মার সাথে জনপ্রিয় প্রকাশনী সংস্থা রুপা পাবলিকেশনস-এ দেখা ও কথোপকথন পর্বে জানা গেল লেখিকার সম্প্রতিক প্রকাশিত বই ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’-এর যতগুলো বই রুপা পাবলিকেশনসে ছিল ইতিমধ্যে সব সোল্ড আউট।স্বাভাবিক ভাবেই লেখিকা অত্যন্ত খুশি। এখনও পর্যন্ত ১৩টি বই লিখেছেন লেখিকা। যার মধ্যে ৭টি বেস্ট সেলার। লেখিকার বিষয় প্রেম ও সম্পর্ক। লেখিকার প্রতিটি চরিত্র উঠে এসেছে দৈনন্দিন জীবন থেকে। এবারের বইমেলায় লেখিকার আরেকটি বই ‘গ্লাস স্পিন্টার্স’ ও খুবই জনপ্রিয়তা পেয়েছে।

লেখিকা জানালেন,”অনেককে বলতে শুনি কলকাতার মানুষজন নাকি ইংরেজি বই খুব একটা পড়েন না। কিন্তু আমার তো সেটা মনেই হয় না। তাহলে বইমেলার প্রথম দিনেই আমার ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’ এর সবগুলো বই বিক্রি হয়ে যেতো না। আমার পাঠকদের কৃতজ্ঞতা জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বইমেলাটা এতো সুন্দরভাবে আয়োজন করেছেন। যাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বইমেলা আন্তর্জাতিক পর্যায়ে গেছে। লেখিকার ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’ বইটি এই মুহূর্তে না পাওয়া গেলেও ‘গ্লাস স্পিন্টার্স’ ও আরেকটি বই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ৪১৮ নম্বর স্টলে রুপা পাবলিকেশনসে পাওয়া যাচ্ছে। সামনেই যেহেতু প্রেম দিবস আর লেখিকার লেখার বিষয় যখন প্রেম ও সম্পর্ক তখন তো একবার ঢুঁ মেরে রূপা পাবলিকেশনসে ঢুকতেই হয়।

Indrajit Aich: Who says that the number of readers of the book has decreased, the sale of books has decreased! Seeing the crowd of the crowd at this year’s 46th International Film Festival and the rush to buy books, it is clear that the bookworm is still enough. In this year’s book fair, internationally renowned author Padmini Dutt Sharma met and interacted with the popular publishing house Rupa Publications, it was found that all the books of the author’s recently published book ‘Love by a Thousand Cuts’ were already sold out in Rupa Publications. Naturally, the author is very happy. The author has written 13 books so far. Of which 7 are best sellers. The author’s subject is love and relationships. Every character of the author has come out of everyday life. Another book of the author ‘Glass Sphincters’ has also become very popular in this year’s book fair.

The author said, “I have heard many people say that the people of Kolkata do not read much English books. But I don’t think so. Then on the first day of the book fair, not all my books of ‘Love by a Thousand Cuts’ would have been sold. Thank you to my readers for giving me so much love. My sincere thanks to Hon’ble Chief Minister Mamata Banerjee who has organized the book fair so beautifully. Due to whose sincere efforts, the book fair has gone to the international level. Although the author’s book ‘Love by a Thousand Cuts’ is not available at the moment, ‘Glass Sphincters’ and another book are available at Rupa Publications at stall number 418 at the Kolkata International Book Fair. Since love day is in front of you and when the subject of the author’s writing is love and relationship, then you have to enter Rupa Publications once.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights