সাবধানে চালাও, জীবন বাঁচাও কর্মসূচি করণদিঘি ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে….


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জ পুলিশ জেলার করণদিঘি ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে সাবধানে চালাও, জীবন বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া বাসস্ট্যান্ডে। এদিন করণদিঘী থানার ট্রাফিক অফিসার হৃদম সাহা বক্তব্য রেখে বলেন সকলেই ট্রাফিক নিয়ম মেনে সতর্কভাবে চলুন, এবং ট্রাফিক কে মানবতা দিন। তাহলেই দুর্ঘটনা ঘটা কমবে। ট্রাফিক ইন্সপেক্টর বলেন আজ করণদিঘি ট্রাফিকের ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভা সংঘটিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং শ্রদ্ধেয় এসপি সাহেবের নির্দেশে আমরা গত ১০ তারিখ থেকে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন এলাকায় করণদিঘী, হেমতাবাদ, রায়গঞ্জ, ইটাহার এ সমস্ত থানার এলাকায় আমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি। এদিন উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর রঞ্জিত কুমার শীল, ট্রাফিক অফিসার হৃদম সাহা সহ অন্যান্য ট্রাফিক অফিসাররা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন টোটো চালক অটোচালক সহ টোটো চালকের ইউনিয়ন ও অটোচালকের ইউনিয়নরা।

North Dinajpur: The Karandighi traffic unit of Raiganj police district organized a ‘Be careful, save life’ program at Rasakhowa bus stand under Karandighi police station of North Dinajpur district on Tuesday. On this day, Traffic Officer of Karandighi Police Station Hridam Saha said that everyone should follow the traffic rules carefully, and give humanity to the traffic. Only then will accidents be reduced. The traffic inspector said that the discussion meeting was held today under the management of Karandighi Traffic. With the inspiration of hon’ble Chief Minister and on the direction of respected SP Sahib, we have been observing Road Safety Week in different areas of Raiganj police district since 10th of Last year in the areas of Karandighi, Hemtabad, Raiganj, Itahar. Traffic Inspector Ranjit Kumar Shil, Traffic Officer Hridam Saha and other traffic officers were present on the occasion. Besides, various toto drivers, auto drivers, toto drivers’ unions and auto drivers’ unions were also present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights