জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে আমের ওপর


মালদা: ফলের রাজা বলা হয় আমকে। ফজলি হোক কিংবা হিমসাগর বিভিন্ন প্রজাতির আম রয়েছে। সমস্ত প্রজাতির আমের চাহিদা রয়েছে রাজ্য ছড়িয়ে দেশ বিদেশেও। গোটা ভারতবর্ষে আম পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে আমের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। তারমধ্যে প্রায় ৭০ শতাংশ আম উৎপাদন হয় কেবলমাত্র মালদাতেই‌। জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে আমের ওপর। এবছর আগাম গাছে দেখা দিয়েছে আমের মুকুল। ফলে জামাইষষ্ঠীতে আম কিনতে আর নাজেহাল হতে হবে না জামাইদের। জামাইষষ্ঠীতেই মিলবে মালদার জগৎবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। বুধবার সাহাপুর এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এবছর আবহাওয়া এখনো পর্যন্ত আমের জন্য অনুকূল। প্রায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষে যা উৎপাদন হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ আম উৎপাদন হয় মালদাতেই। এবছর আগাম মুকুল দেখা দিয়েছে। ফলে আবহাওয়া অনুকূল থাকলে? জামাইষষ্ঠীতেই আমের স্বাদ নিতে পারবেন জামাইরা।

Malda: Mangoes are called the king of fruits. Whether it is Fazli or Himsagar, there are different species of mangoes. There is a demand for all varieties of mangoes spread across the state and abroad as well. Mangoes are available all over India, but the demand for mangoes in West Bengal is relatively high. About 70 per cent of the mangoes are produced in Malda alone. A large part of the district’s economy depends on mangoes. This year, mango buds have appeared on the tree in advance. As a result, the son-in-law will not have to be able to buy mangoes on Jamai Shashthi. On Jamai Shashthi, the world-famous varieties of mangoes of Malda will be found. Speaking to reporters in Shahapur area on Wednesday, Malda Mango Merchant Association president Ujjal Saha said the weather this year is still favourable for mangoes. Mango has been cultivated on about 31,500 hectares of land. About four lakh metric tonnes of mangoes are likely to be produced. West Bengal is one of the largest producers in India. About 70 percent of the mangoes are produced in Malda. This year, there has been an advance. If the weather is favorable? Son-in-law will be able to taste mangoes on Jamai Shashthi.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights