অগ্রসেন মহাবিদ্যালয়ের প্রথম সেমিষ্টার পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবী


ডালখোলাঃ মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা কেন্দ্র ডালখোলা থেকে প্রায় 75 কি.মি দূরে ইটাহার ডঃ মেঘনাথ সাহা কলেজে করা হয়েছে। প্রতিদিন প্রায় 75 কি.মি দূরত্ব অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছনো ছাত্র ছাত্রীদের পক্ষে প্রায় অসম্ভব। সেই কারণে আজ ছাত্র ছাত্রীদের দাবি তুলে ধরতে ডালখোলা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে স্মারকলিপি প্রদান করা হল, যাতে নিকটবর্তী কোনো কলেজে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়।

Dalkhola: Mohammad Zakaria: The examination center of the first semester of Dalkhola Sri Agrasen College has been done at Dr. Meghnath Saha College in Itaha, about 75 km away from Dalkhola. It is almost impossible for the students to reach the examination center on time by covering a distance of about 75 km per day. For this reason, to highlight the demands of the students today, the Dalkhola College Trinamool Chhatra Parishad handed over a memorandum to the principal madam of the college, so that an examination center should be arranged in a nearby college.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights