মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত হলো এন আর ডি ও এবং জয়দীপা ট্রাভেলের সাংবাদিক সম্মেলন


ইন্দ্রজিৎ আইচঃ গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পুন্য তিথিতে এনআরডিও জয়দীপা ট্রাভেল যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ঘুরতে ভালবাসা বাঙ্গালীদের তাদের মনের কথা সকল ভ্রমণ প্রিয় মানুষের কাছে তুলে ধরার জন্য জয়দীপা ট্রাভেল একটি ট্রাভেল ব্লক ওয়েবসাইট উদ্বোধন করেন.. জয়দীপা ট্রাভেলের তরফ থেকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও জয়দীপা ভট্টাচার্য.. এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন এন আর ডি ও-র চেয়ারপারসন সোমনাথ ঘোষ.. সোমনাথ ঘোষ । তিনি জানান এনআরডিও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তা ইতিমধ্যে শেষ হয়েছে, এই ট্রেনিংয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কুড়ি জন মহিলাকে ফেব্রিকের ট্রেনিং দেওয়া হয়। তাদের হাতের কাজকে সারা রাজ্য বাসির কাছে তুলে ধরার জন্য ও তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য তাদের হাতে তৈরি কাজগুলিকে সকলের সামনে নিয়ে আসার জন্য মার্চ মাসের শেষে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছে। যেখানে প্রদর্শিত হবে এই পিছিয়ে পড়া মহিলাদের হাতের কাজ।

NRDO Joydeepa Travel jointly organized a press conference on the occasion of International Mother Language Day on February 21. Joydeepa Travel launched a travel block website to showcase their thoughts to all the travel loving Bengalis. On behalf of Joydeepa Travel. Anirban Bhattacharya and Joydeepa Bhattacharya were present on the occasion. Nrdo Chairperson Somnath Ghosh was also present on the occasion. Somnath Ghosh. He said that the training that the NRDO had arranged to make the economically backward women self-reliant has already been completed, in which 20 economically backward women are given training in fabric. The entire state has organised a fashion show at the end of March to showcase their handiwork to the residents and bring their handmade works in front of everyone to make them financially self-reliant. Where the work of the hands of these backward women will be displayed.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights