প্রেস ক্লাবে এন বি এম প্রোডাকশন লঞ্চ ও প্রকাশিত হলো স্মৃতিকনা পালের একক রবীন্দ্রসঙ্গীত “যদি বারণ করো”


ইন্দ্রজিৎ আইচঃ কলকাতা প্রেস ক্লাবে এন বি এম প্রোডাকশন নামে একটি সংস্থা র উদ্বোধন হলো ও এখান থেকে প্রকাশিত হলো শিল্পী স্মৃতিকণা পালের একক রবীন্দ্রসঙ্গীত ” যদি বারণ করো”। মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত অনুষ্ঠান আয়োজক তোচন ঘোষ, সঙ্গীত শিল্পী সুমিত রায়, এন বি এম প্রোডাকশনের কর্ণধার পৃথা মজুমদার, সঙ্গীত পরিচালক রাজেশ রায়, অভিনেতা সুপ্রতিম অভিনেত্রী অনিন্দিতা। মুম্বাইয়ের জনপ্রিয় সংগীতশিল্পী পৃথা মজুমদার শুরু করলেন নতুন প্রোডাকশন হাউস এন বি এম। অডিও, ভিডিও, মিউজিক্যাল অ্যালবাম,স্বল্প দৈর্ঘ্যর ছবি এবং চলচ্চিত্র নির্মাণের জন্যে এন.বি.এম প্রোডাকশনের কাজ শুরু হল কলকাতা প্রেসক্লাবে। এক সাংবাদিক সন্মেলনে এন বি এম প্রোডাকশনের কর্ণধার পৃথা মজুমদার জানালেন আমি আমার বাবা মায়ের নামে এই প্রোডাকশন করলাম। এন (নলিনী মোহন বাবা), বি (বাসন্তী রানী,মা) এম ( মজুমদার) এই নামে (N B M)আজ থেকে এই প্রোডাকশনের পথ চলা শুরু হলো। আমি আমার প্রোডাকশন থেকে এই ভাবে নতুন প্রতিভাধর শিল্পী লঞ্চ করবো। যারা খুব ভালো গায় তারা কোথাও সুযোগ পায়নি। আমি তাদের লাইম লাইটে আনতে চাই। তাই এই উদ্যোগ। মঞ্চে সকল অতিথিরা এই কাজের ও স্মৃতিকনার গানের খুব প্রশংশা করেন। এই একক রবীন্দ্রসঙ্গীত যদি বারণ করো এই গানটি সব ইউ টিউব চ্যানেলে পাওয়া যাবে। এই প্রোডাকশনের কর্ণধার পৃথা মজুমদার নিজেও একজন সঙ্গীত শিল্পী। মুম্বাই এর বহু ছবিতে তিনি গান গেয়েছেন।

এতদিন পৃথা দেশ বিদেশের জন্য বিভিন্ন সৃষ্টিশীল কাজ করলেও এই প্রথম মিউজিক ভিডিও অ্যালবাম তৈরী করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান “যদি বারণ করো” শিল্পী স্মৃতিকণা পাল খুব প্রশংসার সঙ্গে ই গেয়েছেন। এন.বি.এম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই অডিও ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন শিল্পী পৃথা মজুমদার, সংগীত পরিচালক সুমিত রায়, অভিনেতা সুপ্রতিম রায়, অভিনেত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় রায় ও মুম্বাইয়ের খ্যাতনামা সংগীত পরিচালক রাজেশ রায়, স্মৃতির র গানে পৃথার সৃজনশীলে ভিডিওটির পরিচালনা করেছেন গৌরব মৈত্র। আগামীতে আরো অনেক কিছু করতে চাই জানালেন পৃথা মজুমদার।

Indrajit Aich: A company named N.B.M. Productions was inaugurated at the Kolkata Press Club and from here the artist Smritikona Pal’s single Rabindra Sangeet “If You Forbid” was released. Tochan Ghosh, singer Sumit Roy, NBM Productions owner Pritha Majumdar, music director Rajesh Roy and actor Anindita were present on the dais. Mumbai’s popular musician Pritha Majumdar has started a new production house NBM. N.B.M. Productions has started work on producing audio, video, musical albums, short films and films at the Kolkata Press Club. At a press conference, NBM Productions owner Pritha Majumdar said, “I did this production in the name of my parents. N (Nalini Mohan Baba), B (Basanti Rani, Mother) M (Majumdar) under this name (N B M) started the journey of this production from today. I will launch a new talented artist in this way from my production. Those who sing very well did not get a chance anywhere.

I want to bring them to the limelight. So this initiative. All the guests on the stage were very appreciative of this work and the song of the memoir. If you forbid this single Rabindra Sangeet, this song will be available on all YouTube channels. The owner of this production, Pritha Majumdar, is also a musician. He has sung songs in many films in Mumbai.

So far, Pritha has done various creative works for the country and abroad, but this is the first time she has made a music video album. Rabindranath Tagore’s song “If You Forbid” has been sung with great praise by artist Smritikona Pal. Artist Pritha Majumdar, music director Sumit Roy, actor Supratim Roy, actress Anindita Bandyopadhyay Roy and renowned music director Rajesh Roy of Mumbai were present at the official release of the audio video album produced under the banner of N.B.M. Productions. Pritha Majumdar said that she wants to do a lot more in the future.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights