কোচবিহারের তিনবিঘা করিডোর পরিদর্শনের আসলেন শ্রীমতি সোনালী মিশ্র,IPS, ADG (EASTERN COMMAND) BSF


মৃন্ময় রায় মেখলিগঞ্জঃ সোমবার, বিএসএফের (পূর্ব কমান্ড) ADG (IPS) শ্রীমতি সোনালী মিশ্র কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের তিনবিঘা করিডোর পরিদর্শনে আসলেন। সাথে উপস্থিত ছিলেন বিএসএফ অন্যান্য কর্মকর্তারা। বিএসএফ সূত্রে খবর চলতি ২৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৩মার্চ পর্যন্ত সরকারি সফরে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আসেন। এদিন সেই সফরসূচিতে ভারতের তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের হাতে মিষ্টি উপহার দেন। এরপর তিনবিঘা করিডোর সবুজায়নের বার্তা দিতে বৃক্ষ রোপন করেন। বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে।

সোমবার, BSF এর IG শ্রী অজয় ​​সিং ভারত-বাংলাদেশ সীমান্তে উদীয়মান চ্যালেঞ্জ এবং সেগুলি মোকাবেলার কৌশল সম্পর্কে ADG সামনে বিশদে উপস্থাপনা করেন। এডিজি শ্রীমতি সোনালী মিশ্র (ইস্টার্ন কমান্ড) ঊর্ধ্বতন বিএসএফ অফিসারদের সাথে অপারেশনাল এবং প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন । বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেছেন তিনি।

এডিজি শ্রীমতি সোনালী মিশ্র ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ অপারেশনাল নির্দেশনা জারি করেন এবং উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় সীমান্তের ওপার থেকে অপরাধীদের এবং দেশবিরোধী কার্যকলাপ রোধ করতে সীমান্তে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেয় । তবে এদিন তিনি ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জওয়ানদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদাড়িতে তত্পর রয়েছে BSF। BSF কর্তারা জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত চরাচালন, পাচার,, সীমান্তে লঙ্গন ইত্যাদি বিষয় নিয়ে সীমান্ত এলাকায় নজরদাড়ি ও নিরাপত্তা বিষয় সর্বদা সীমান্ত নজরে রয়েছে BSF.

Mekhliganj: On Monday, Smt. Sonali Mishra, ADG (IPS) of BSF (Eastern Command) visited the Tinbigha Corridor on the Mekhliganj border in Behar. Other BSF officials were also present. According to BSF sources, he came to The North Bengal Frontier on an official visit from February 27 to March 3. On this day, he visited the Tinbigha Corridor in India. There, the Border Guard presented sweets to the officials of Bangladesh. Then he planted trees to give a message of greening the Three Bigha Corridor. He talked to BSF officials about various issues.

On Monday, Mr. Ajay Singh, IG, BSF made a detailed presentation before the ADG on the emerging challenges along the Indo-Bangladesh border and the strategy to deal with them. ADG Smt. Sonali Mishra (Eastern Command) discussed operational and administrative matters with senior BSF officers. He reviewed the current security situation and operational preparedness of BSF North Bengal Frontier.

ADG Smt. Sonali Mishra issued important operational instructions along the Indo-Bangladesh border and during a meeting with bsf officials of North Bengal Frontier directed to keep strict vigil along the border to prevent criminals and anti-national activities from across the border. However, he appreciated the efforts of bsf jawans along the Indo-Bangladesh border.

The BORDER Security Force (BSF) is keeping a close watch on the Indo-Bangladesh border. BSF officials said that bsf has always been keeping an eye on the border areas and security issues related to smuggling, smuggling, border violations, etc. along the Indo-Bangladesh border.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights