নদীয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত একাধিক বসত বাড়ি, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।


গোপাল বিশ্বাস, নদীয়া-: সাত সকালে নদীয়ায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। এমনি মর্মান্তিক গটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার কুলগাছি মাঠপারা এলাকায়। সুত্রের খবর আগুনে পুড়ে ভষ্মিভূত চার থেকে পাঁচটি বাড়ি। স্থানীয় সুত্রে জানা যায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি সাওতাল, আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে এই এলাকায়। এদিন সকালে রান্নাঘরে রান্না করতে গিয়ে ঘটে এই ঘটনা। স্থানীয়রাই আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। আগুনের তীব্রতা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তা ছড়িয়ে পড়ে, এবং আরো বেশ কয়েকটি বাড়িতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ভীমপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয় সুত্রে আরও জানা যায় এই ঘটনায় প্রায় চার থেকে পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়, পাশাপাশি তাদের কেশ কয়েকটি পরিবারের সবর্স্ব আগুনে পুরে নষ্ট হয়ে যায় বলেও জানা যায়, এমনকি নগদ অর্থ, আধার কার্ড, দলিল সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি ও কাগজ পত্রও এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় বলেও স্থানীয় সুত্রে জানা যায় যদিও, এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকায় । সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

Gopal Biswas, Nadia: A massive fire broke out in Nadia in the morning and several houses were damaged in the incident. Such a tragic incident took place in Kulgachi Mathpara area of Bhimpur police station in Nadia. According to sources, four to five houses were gutted in the fire. According to local sources, several Saotal, Adivasi families from different areas of Murshidabad have been living in this area for a long time. The incident took place this morning while cooking in the kitchen. Locals saw the fire and rushed to the spot and tried to douse the flames. As the intensity of the fire increased drastically, it spread, and several other houses were severely set on fire. Two fire engines of Bhimpur police station rushed to the spot. Firefighters were able to bring the fire under control after a few minutes of effort. স্থানীয় সুত্রে আরও জানা যায় এই ঘটনায় প্রায় চার থেকে পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়, পাশাপাশি তাদের কেশ কয়েকটি পরিবারের সবর্স্ব আগুনে পুরে নষ্ট হয়ে যায় বলেও জানা যায়, এমনকি নগদ অর্থ, আধার কার্ড, দলিল সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি ও কাগজ পত্রও এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় বলেও স্থানীয় সুত্রে জানা যায় যদিও, এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকায় । সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights