পালন করা হল বিশ্ব শ্রবণ দিবস


মালদা: মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্যোগে শুক্রবার সকালে পালন করা হল বিশ্ব শ্রবণ দিবস। মেডিক্যাল কলেজের আউটডোরে অনুষ্ঠিত বিশ্ব শ্রবণ দিবসে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান এবং গলার বিভাগীয় প্রধান উৎপল জানা সহ চিকিৎসক এবং নার্সরা। জানা যায় এদিন বিশ্ব শ্রবণ দিবসকে সামনে রেখে উপস্থিত রোগী এবং আত্মীয়দের মধ্যে শ্রবণ শক্তির গুরুত্ব এবং কিভাবে এটিকে রক্ষা করতে পারি তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা এবং সচেতনতা করা হয়। তার পাশাপাশি কমিউনিকেশনের ক্ষেত্রে কানের গুরুত্ব কতটা তাই কানের যত্ন কিভাবে নিবেন তাও এদিন বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

Malda: World Hearing Day was celebrated on Friday morning at the initiative of Malda Medical College and Hospital. Malda Medical College Hospital Principal Parthapratim Mukherjee, Malda Medical College Hospital’s Head of Nose, Ear and Throat Department Utpal Jana and other doctors and nurses were present on the occasion. It is known that ahead of the World Hearing Day, there was a detailed discussion and awareness among the patients and relatives present on the importance of hearing and how to protect it. Apart from this, the importance of the ear in the field of communication, so how to take care of the ear was also discussed in detail on this day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights