অভিনব উদ্যোগে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ


মালদা: সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনব উদ্যোগ নিল কয়েকজন যুবক। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পাড়ার যুবকরা কেউ মন্দিরে পুজো দিয়ে আবার কেউ মসজিদে দোয়া করে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে আগামীতে তাদের উজ্জ্বল ভবিষ্য এবং সাফল্য কামনা করলেন। জানা যায় এদিন দুপুরে মালদার ইংলিশ বাজারের কাজিগ্রাম অঞ্চলের চন্ডিপুর এলাকায় এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মিষ্টি এবং জলের বোতল তুলে দেওয়া হয়। অভিনব এই উদ্যোগ গ্রহণ করেন কাজী গ্রাম অঞ্চলের চন্ডিপুরের বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ, টুনু মহালদার, ধর্ম দাস সহ কয়েকজন যুবক। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ জানান, জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে এই পরীক্ষা। আজ মাধ্যমিকের শেষ পরীক্ষা। তাই সকল পরীক্ষার্থীদের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের মিষ্টিমুখ করানো হয়। তার পাশাপাশি সুষ্ঠুভাবে মাধ্যমিক শেষ হওয়ায় ইংলিশ বাজার ব্লক প্রশাসন এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়।

Malda: Some youths have taken a novel initiative wishing success and a bright future to all the secondary examinees. On the last day of the secondary examination on Friday, the youth of the neighborhood prayed in the temple and some in the mosque and gave sweets to the examinees and wished them a bright future and success in the future. It is learned that a program was organized in chandipur area of Kazigram area of English Bazar in Malda this afternoon. Through the program, sweets and water bottles were handed over to all the secondary examinees who came to appear for the examination at Chandipur High School. This innovative initiative was taken by some youths including prominent social workers Suman Ghosh, Tunu Mahaldar, Dharma Das of Chandipur in Kazi village area. In this regard, eminent social worker Suman Ghosh said, “The biggest examination of life is secondary. The future of the students depends on this test. Today is the final examination of secondary. Therefore, all the candidates are given sweet faces wishing success and a bright future. Besides, the English Bazar block administration and the authorities of Chandipur High School were also thanked for the smooth completion of the secondary.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights