রক্তদান শিবির উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর, এক নম্বর ব্লকের অন্তর্গত লধন হাই স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালপোখর আল মাদাদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে দুপুর না হতেই প্রায় ৩০জন রক্ত দাতাকে রক্ত দিতে দেখা গেল। আরো বাড়বে বলে তারা জানিয়েছেন। এটাই যে তাদের প্রথম সেটাও না, এর আগেও তারা একাধিক জনকল্যাণমূলক কাজ করে সাধারণ মানুষকে হতভম্ব করেছেন। তাই প্রশংসার মুখ্য পাত্র হয়ে উঠেছেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। যেমন দুঃস্থ পরিবারের সুক্ষ খাবার বিতরণ প্রতিমাসে পাশে । শীতবস্ত্র বিতরণ, নিত্য প্রয়োজনীয় ব্যক্তির পাশে থাকা। এছাড়াও একাধিক জনম কল্যাণমূলক কাজ তারা সক্রিয়ভাবে করে যাচ্ছেন। তারা জানিয়েছেন আজকের এই রক্ত দান শিবিরে ইসলামপুর ব্লাড ক্যাম্প থেকে গাড়ি আসছে,যা সংগৃহীত রক্ত সেখানে জমা থাকবে বলে তারা জানিয়েছেন। বর্তমান সময়ে যে রক্তের সংকট সেদিকে লক্ষ্য রেখেই তাদের এই উদ্যোগ বলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানিয়েছেন।

Mohammad Zakaria: North Dinajpur: Blood donation camp organized by voluntary organization. A blood donation camp was organized by the goalpokhar Al Madad Welfare Society, a voluntary organization, at the Ladhan High School ground in Goalpokhar, Block No. 1 of North Dinajpur district. Around 30 blood donors were seen donating blood at the blood donation camp before noon. They said it would increase further. This is not the first time that they have surprised the common people by doing a number of public welfare works in the past. Therefore, he has become the main source of praise from the administration to the political. For example, the distribution of fine food to the distressed families is beside every month. Distribution of winter clothes, being by the side of the daily needy. They are also actively doing a number of welfare works. They said that vehicles are coming from Islampur Blood Camp in today’s blood donation camp, which they said will be stored there. Members of the voluntary organization said that their initiative is keeping in mind the blood crisis at the present time.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights