দোলের প্রাক মুহুর্তে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্ত দান শিবির, উপস্থিত প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা।


গোপাল বিশ্বাস, নদীয়া:- নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রাচীন মায়াপুর স্থিত রামকৃষ্ণ মিশনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমরেশ্বরানন্দ সহ আরো অনেকে। মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে করা হলো এই রক্তদান শিবির। রাজ্যে যে রক্ত সল্পতা রয়েছে তা দূরীকরণে ও কোন মুমূর্ষু রোগী যেন রক্তের অভাবে প্রাণ না হারায় সেদিকে লক্ষ্য রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এ বিষয়ে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ স্বামী অমরেশ্বরানন্দ বলেন, দোলের প্রাক মুহুর্তে সারা নবদ্বীপ ভেসে উঠেছে হরিনামে এবং দেশ-বিদেশ থেকে আশা হাজার হাজার ভক্ত মেতে উঠেছে পরিক্রমায়। তাই এই মুহূর্তে মুমূর্ষ মানুষদের পাশে দাঁড়াতেই রামকৃষ্ণ মিশন এগিয়ে এসেছে রক্তদান শিবিরে। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছে এই পথ ধরে।

Gopal Biswas, Nadia: A voluntary blood donation camp was organized at the Ramakrishna Mission located in ancient Mayapur at the initiative of Nabadwip Ramakrishna Mission. The blood donation camp started this morning. Nabadwip MLA and former state minister Pundrikaksha Saha, Maharaja of Nabadwip Ramakrishna Mission Swami Amareshwarananda and many others were present at the blood donation camp. This blood donation camp has been organized at the initiative of Nabadwip Ramakrishna Mission to stand beside the dying patients. This blood donation camp has been organized to remove the blood shortage in the state and to ensure that no dying patient dies due to lack of blood. There was a lot of enthusiasm among the blood donors about today’s blood donation camp. Maharaj Swami Amareshwarananda, secretary of The Nabadwip Ramakrishna Mission, said, “On the eve of the swing, the whole of Nabadwip has been swept away in Harinam and thousands of devotees from all over the country and abroad have gathered in the parikrama. Therefore, the Ramakrishna Mission has come forward to the blood donation camp to stand beside the dead people at this moment. According to the ideals of Swami Vivekananda, the Ramakrishna Mission is moving forward on this path.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights