ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকারের স্মরণ সভা


ইন্দ্রজিৎ আইচঃ ১৯৯৯ থেকে ২০২৩ তার ক্রীড়া সাংবাদিকতা জীবনের পথ চলা শেষ হলো হঠাৎ করেই। গত ৬ ই ফেব্রুয়ারি সেরিব্রাল অ্যাটাক হয়ে আকস্মিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রয়াত অভিজিৎ সরকারের এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিলো। অভিজিৎ ছিলো সকলের কাছে খুব প্রিয় মানুষ, প্রথমে তার লেখালেখি শুরু প্রত্যহিক সংবাদ, দৈনিক স্টেটসম্যান,গণশক্তি ও পরে বর্তমান পেপারে তার শেষ কর্মজীবন ছিলো। এই দিন তাকে নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সুজিত বসু, আই অফ এ সচিব সুব্রত দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস থেকে দেবাশিস সরকার  ,প্রবীর রায় চৌধুরী, সাংবাদিক রাতুল ঘোষ সহ আরো অনেকে। বিভিন্ন ক্রীড়াবিদ থেকে খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক থেকে পরিবারের বন্ধু ও পরিজন সকলেই এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাবের সদস্যরাও। সকলেই অভিজিতের পরিবারের পাশে থাকা ও তার একমাত্র কন্যার লেখাপড়া ও উচ্চ শিক্ষার জন্যে দায়িত্ব ও আশ্বাস দেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় “সকল খেলায় করবে খেলা এই আমি”। যেখানেই থেকো ভালো থেকো অভিজিৎ সরকার।

Indrajit Aich: From 1999 to 2023, the journey of his sports journalism career ended suddenly. Popular sports journalist Avijit Sarkar suddenly left us on February 6 after suffering a cerebral attack. Recently, a memorial meeting of the late Avijit Sarkar was organized at the Sports Journalists Club. Avijit was a very dear person to all, first his writing started with daily news, daily Statesman, Ganashakti and later his last career in the current paper. Minister Sujit Bose, I&A Secretary Subrata Dutta, Vice President Saurav Pal, Vice President Swarup Biswas to Debashis Sarkar, Prabir Roy Chowdhury, journalist Ratul Ghosh and many others spoke on the occasion. From various athletes to players, sports journalists to family friends and family members, everyone was present at the memorial meeting. There were also members of East Bengal, Mohun Bagan, Mahamedan Club. Everyone gave responsibility and assurance to be by the side of Avijit’s family and for the education and higher education of his only daughter. The name of this event is “I will play in all games”. Wherever you are, be good, Avijit Sarkar.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights