দোল উৎসব তথা রঙ্গের উৎসবে মাতবে সকলেই


নদীয়াঃ সেই মতো বাজারে ছোট থেকে বড় সকলেই ব্যাস্ত রং, আবির, পিচকারী, নানা রকম মুখোশ সহ বিভিন্ন সামগ্রী কিনতে। নবদ্বীপ শহরেও ছবিটি ব্যাতিক্রমি নয়, সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দোকান গুলোয় শুরু হয় বেচা কেনা। এই প্রসঙ্গে এক বিক্রেতা জানান মানুষ এখন অনেকটাই সচলে দোল উৎসব নিয়ে, রাসায়নিক রং বা আবির মানুষ এখন বর্জন করছে, বরং ভেষজ আবিরের চাহিদাই এবছর বেশি, বিক্রেতা আরও বলেন, সব কিছুর সাথে এই সামগ্রীরও দামে কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে বাজারে ক্রেতাদের চাহিদা যথেষ্ট ভালো, এবছর বেচা কেনাও ভাল হবে বলেও আশাবাদী ব্যাবসায়ীরা।

Nadia: In the same market, everyone from small to big is busy buying various items including colors, abir, pitchers, different types of masks. In Nabadwip town too, the film is no exception, from the morning, various shops in different parts of the city started selling and buying. In this context, a seller said that people are now very much involved in the festival of Dol, people of chemical color or abir are now boycotting, rather the demand for herbal abir is high this year, the seller said, adding that along with everything, the price of this item has also increased a bit, but the demand of buyers in the market is quite good, this year the traders are also hopeful that it will be better to buy and sell.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights