হারিয়ে যাওয়া প্রায় একশো কুড়িটি মোবাইল নিজ মালিকের হাতে


মালদা-ফের মালদা জেলা পুলিশের সাফল্য হারিয়ে যাওয়া প্রায় একশো কুড়িটি মোবাইল নিজ মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সাফল্যের নজির বলল মালদা জেলা পুলিশ। সোমবার দুপুরে মালদা জেলা পুলিশ সুপার অফিসে ওই একশো কুড়িজনের হাতে মোবাইল ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান যে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি হারিয়ে গিয়েছিল। এরপরে থানায় লিখিত অভিযোগ করেছিল মোবাইলের মালিকেরা। তদন্ত নেমে পুলিশ মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করে। আজ উদ্ধার হওয়া মোবাইলগুলি পুনরায় সকলের হাতে ফিরিয়ে দেওয়া হল। মোবাইলকে পুলিশকে ধন্যবাদ মোবাইল মালিকদের।

Malda: Malda district police have returned 120 mobile phones to their owners. Malda District Superintendent of Police Pradeep Kumar Yadav handed over the mobile phones to 120 people at the Malda District Superintendent of Police’s office on Monday afternoon. Besides, DSP Headquarters of Malda district Prashant Debnath and other police officials were also present. Superintendent of Police Pradeep Kumar Yadav said the mobiles were missing from different parts of Malda district. The mobile owners then lodged a written complaint with the police. During the investigation, the police recovered the mobile phones from different parts of Malda district. The mobile phones recovered today have been returned to everyone. Thanks to the police for the mobile owners.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights