শহর থেকে গ্রাম উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে ছুটে বেড়ালেন জেলাশাসক


মালদা :- শহর থেকে গ্রাম উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে ছুটে বেড়ালেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। মঙ্গলবার সকাল থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যেতে কোনরকম বিঘ্ন না ঘটে সেই জন্য বিভিন্ন এলাকায় তদারকি চালালেন জেলাশাসক। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। শহরের একাধিক স্কুলের যেখানে পরীক্ষার সিট পড়েছে, সেই সব স্কুল প্রাঙ্গনে গিয়েও নানান পরিস্থিতির খোঁজ খবর নেন জেলাশাসক। খতিয়ে দেখেন বিভিন্ন পরিকাঠামো।

Malda: District Magistrate Nitin Singhania ran from the city on the opening day of the village higher secondary examination. Since Tuesday morning, the district magistrate has been monitoring various areas to ensure that there is no hindrance in the movement of higher secondary examinees to the designated examination center. He was accompanied by senior officials of the district administration. The district magistrate also visited the premises of several schools in the city where the examination seats were found and enquired about the situation. Look at various infrastructures.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights