বন্ধের ডাক উপেক্ষা করে চলছে স্কুল


করিমপুরঃ ডি এর দাবিতে বন্ধের ডাক উপেক্ষা করে চলছে স্কুল। এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। নদীয়া জেলার অন্তর্গত করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে চলছে স্বাভাবিকভাবে ক্লাস অর্থাৎ স্কুলের কাজকর্ম। অপরদিকে দেখা যায় করিমপুর পঞ্চানন বিদ্যানিকেতনেও অনুরূপভাবে চলছে স্কুলের স্বাভাবিক কাজকর্ম অর্থাৎ স্কুল। তবে অন্যদিনের তুলনায় স্কুলের উপস্থিতির হার যথেষ্ট কম। পঞ্চানন প্রাথমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কালি প্রসাদ দত্ত জানিয়েছেন আজ ৫০ শতাংশ ছাত্র ছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। তেমনি করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে ও ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার কম দেখা গেছে। জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক রজত কুমার সরকার মহাশয়। পাশাপাশি দেখা গেছে জ্যোতির্ময় স্মৃতি বিদ্যালয় খোলা রয়েছে। বন্ধ দেখা গেছে পাটাবোকা প্রাইমারি স্কুল।

Karimpur: The school is running ignoring the call for closure on the demand of D. That’s the picture on our camera. Karimpur Jagannath High School in Nadia district is going on normally. On the other hand, it is seen that the normal functioning of the school is going on in karimpur Panchanan Vidyaniketan. However, the school attendance rate is quite low compared to other days. Kali Prasad Dutta, headmaster of Panchanan Primary Vidyaniketan, said 50 per cent of the students attended the school today. Similarly, the attendance rate of students in Karimpur Jagannath High School has also been seen to be low. Rajat Kumar Sarkar, the headmaster of the school, said. Besides, it has been seen that Jyotirmoy Memorial School is open. Pataboka Primary School was closed.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights