ক্রীড়াবিদদের জন্য প্রিভিলেজ কার্ড


নিজস্ব প্রতিবেদনঃ আমরা জানি প্যাথলজি বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চিকিৎসার ক্ষেত্রে। প্যাথলজির মাধ্যমে যে কোন রোগের কারণ, বৃদ্ধ, স্ট্রাকচারাল এবং ফাংশনাল বদল এবং এই রোগের পূর্ব কোন ইতিহাস আছে কিনা সেই সম্পর্কে জানাতে সাহায্য করে। প্যাথলজিস্টরা রিসার্চ এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে ওষুধ দেওয়ার জন্য বা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য। সমগ্র টেস্ট যেমন – এক্সরে, স্বাস্থ্য পরীক্ষা, ইমাজিং সার্ভিস ইত্যাদি। এটা মানুষের পক্ষে খুবই বোঝার কারণ হয়ে দাঁড়ায় বিশেষত যে সমস্ত যে সমস্ত ব্যক্তিদের বয়স ৬০ এর উর্ধ্বে। তাঁরা হয়তো প্রতিদিনের নিয়মিত কাজকর্ম করেন না, তাই তাঁদের পক্ষে বা তাঁদের পরিবারের ছেলেমেয়েদের পক্ষে এই সমস্ত টেস্ট করানোটা খুবই বোঝা হয়ে দাঁড়ায়। “বেন নেভিসে” এরকম অভিজ্ঞ ডাক্তারদের একটি প্যানেল তৈরি করা হয়েছে। এবং বেন নেভিসে সেই ডাক্তারদের চেম্বারও করা হয়েছে।
হাজরায় অবস্থিত বেন নেভিস তার প্রথম বর্ষপূর্তিতে ষাট বছরের বেশি বয়স্কদের জন্য একটি সারপ্রাইজের আয়োজন করেছিল। সেটি হল প্রিভিলেজ কার্ড। এই প্রিভিলেজ কার্ড তাঁরা শুধুমাত্র বিশেষ কারণে পাচ্ছেন তাই নয়, এই পিভিলেজ কার্ডের মাধ্যমে তাঁরা চিকিৎসা করাতেও পারবেন এবং প্যাথলজি সেন্টারে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। ১২ই মার্চ বেঙ্গল ক্লাবে বেন নেভিস এরকম একটি প্রিভিলেজ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করল। সেটি কলকাতায় সর্বপ্রথম এবং এই কার্ডের মাধ্যমে পঞ্চাশ শতাংশের বেশি ছাড়ে সুবিধা ভোগ করতে পারবেন। এই কার্ডটি আনুষ্ঠানিক প্রকাশ করেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এই কার্ডটি সাংবাদিক, ক্রীড়াবিদ এবং সাধারণ মানুষের মধ্যেও বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে এসে লিয়েন্ডার পেজ বলেন, “এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো যে এখানে প্রিভিলেজ কার্ড দেওয়া হচ্ছে ক্রীড়াবিদদেরও এবং ডক্টর প্রণব দাশগুপ্তের কাছে খুবই কৃতজ্ঞ । ডক্টর প্রণব দাশগুপ্ত আমার বাবার বন্ধু ছিলেন এবং ক্রীড়াবিদদের এই প্রিভিলেজ কার্ড দেওয়ার জন্য তিনি খুবই আমি খুবই খুশি । ডক্টর প্রণব দাশগুপ্ত একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট যিনি ইস্টবেঙ্গল ক্লাবের সাথে বহু বছর ধরে যুক্ত। এবং তিনি। ৬০ বছরের বেশি বয়স্ক ক্রীড়াবিদদের কথা ভেবেছেন যাদের শারীরিক সমস্যা দেখা দেয় এবং এর ফলে তাদের বিশাল অংকের টাকা খরচ করতে হয়” । অনুষ্ঠানে এসে ডক্টর প্রণব দাশগুপ্ত বলেন , “আমি বহু বছর ধরে ক্রীড়ার সাথে যুক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত যা এবং আমার মনে হয় এই ধরনের বিশেষ ছাড়ের সুবিধা খুবই উপকার করবে স্পোর্টস ফেটার্নিটি পরিবারের যাদের বয়স ষাট এর বেশি। তাঁরা শারীরিক অসুস্থতার সময় এই কার্ডটি বিশেষ কাজে লাগাতে পারবেন | এটা খুবই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।
মিস্টার অর্ণব দাশগুপ্ত (ডিরেক্টর অফ বেন নেভিস), গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে তিনি জানান এই কার্ডের মাধ্যমে প্যাথলজিতে 50%, চেকআপে 20%, হেলথ চেকাপে ২০              শতাংশ, ইমাজিন সার্ভিসে কুড়ি শতাংশ এবং অন্যান্য সুযোগ-সুবিধাও উপলব্ধ। এটা খুব ইউনিক পদক্ষেপ যেখানে স্পোর্টস ফ্যাটারনিটিরা খুব সুলভে চিকিৎসা করাতে পারবেন। বেন নেভিস হল একটি আধুনিক যুগের ডায়াগনস্টিক সেন্টার যা বিশ্বের শ্রেষ্ঠ এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে গঠিত। ডায়াগনস্টিক সেন্টারে তাঁরা বুঝতে পারবেন যে শারীরিক কাজকর্ম ঠিক কিভাবে চলছে? এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ মানুষরা দেখেছেন, যাঁরা ঠিকঠাক মূল্যায়ন করতে পারবেন। এখানে উচ্চ দক্ষতা সম্পন্ন টেকনিশিয়ান এবং অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা আছেন। যাঁরা স্বাস্থ্যের সঠিক চিকিৎসা করতে পারবেন। বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যাবে যেমন প্যাথলজি, ল্যাবরেটরি, রেডিওলজি আল্ট্রাসাউন্ড, কার্ডিওলজি, এন সি ভি, ইএনজি, ই ই জি, ডাক্তারের পরামর্শ এবং সম্পূর্ণরূপে প্যাথলজিক্যাল ল্যাব।

We know that the department of pathology plays an important role in the field of treatment. Through pathology, it helps to tell about the cause of any disease, aging, structural and functional changes, and whether there is any previous history of the disease. Pathologists play an important role in research. To give medication in case of diagnosis or to deal with the virus. The entire test such as X-ray, health check-up, imaging service, etc. This becomes a cause for great understanding for people, especially those who are above the age of 60. They may not be doing their daily routine, so it becomes very difficult for them or for the children of their families to get these tests done. A panel of such experienced doctors has been created in “Ben Nevis”. And those doctors have also been chambered in Ben Nevis.

Ben Nevis, based in Hazra, organized a surprise for those over the age of sixty on his first anniversary. That’s the privilege card. Not only are they getting this privilege card for special reasons, but through this privilege card, they will also be able to get treatment and get special discounts at the pathology center. On March 12, Ben Nevis officially inaugurated one such privilege card at the Bengal Club. It is the first in Kolkata and you can enjoy the benefit of more than fifty percent discount through this card. This card was officially released by tennis star Leander Paes. This card is also distributed among journalists, athletes and the general public.

Speaking on the occasion, Leander Page said, “The specialty of this event is that privilege cards are also being given to sportspersons and i am very grateful to Dr. Pranab Dasgupta. Dr. Pranab Dasgupta was a friend of my father and I am very happy that he has given this privilege card to the athletes. Dr. Pranab Dasgupta is a renowned gynecologist who has been associated with The East Bengal Club for many years. And he. Think of athletes over the age of 60 who have physical problems and as a result they have to spend huge amounts of money.” Speaking on the occasion, Dr Pranab Dasgupta said, “I have been associated with sports for many years and have been associated with various organisations and I think such a special discount will be of great benefit to sports fraternity families who are above the age of 60. They will be able to use this card for special use during physical illness. It’s a very important step.”

Mr. Arnab Dasgupta (Director of Ben Nevis), about the important steps, said that 50% in pathology, 20% in checkup, 20% in health checkup, 20% in imagine service and other facilities are also available through this card. This is a very unique step where sports fraternities will be able to get treatment very easily. Ben Nevis is a modern-day diagnostic center consisting of the world’s best and advanced technologies. In the diagnostic center, they will understand exactly how the physical activity is going. And you will understand the need for different organs. We have seen highly skilled and experienced people who can evaluate properly. There are highly skilled technicians and experienced doctors. Those who can treat their health properly. A variety of services will be available such as pathology, laboratory, radiology ultrasound, cardiology, NCV, ENG, EEG, doctor’s consultation and fully pathological lab.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights