অবৈধ সম্পর্ক জেনে ফেলায় নিজের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে


মৃন্ময় রায়, মেখলিগঞ্জঃ নিজের মেয়েকে খুনের অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধায়। জানা যায়, মায়ের অবৈধ সম্পর্ক জেনে ফেলায় মেয়েকে পিটিয়ে খুন করে মা। এমনটাই অভিযোগ খোদ মায়ের বিরুদ্ধে। কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক। বয়স ২২। । বুধবার তাঁর কাকা বিমল মল্লিক এবিষয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বিমলবাবু তাঁর দাদা বলরামের বাড়িতে হঠাৎ চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন, তাঁর বৌদি অর্থাৎ অর্পিতার মা দুর্গা মল্লিক এবং সামসের

আলম নামে এক ব্যক্তি মিলে অর্পিতাকে শাল কাঠের বাটাম দিয়ে মারধর করছেন। আর ভাইঝি অর্পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওই তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরাও সেখানে আসেন। তাঁদের সহযোগিতায় অর্পিতাকে চিকিৎসার জন্য দ্রুত চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়। মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে অর্পিতার মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। মায়ের এই অবৈধ সম্পর্ক জেনে ফেলাতেই সামসের ও দুর্গা মিলে অর্পিতাকে বাটাম দিয়ে পিটিয়ে খুন করেছে, এমনই দাবি মৃতার কাকা সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় মেখলিগঞ্জ জুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। এবিষয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ জমা পড়েতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Mrunmoy Roy, Mekhliganj: The mother has been accused of killing her daughter. The incident took place at Changrabandha in Mekhliganj block of Behar district. It is known that the mother beat the daughter to death after knowing her mother’s illicit relationship. That’s the allegation against my mother. Incident of Changrabandha in Behar district. According to police and local sources, the deceased has been identified as Arpita Mallik. Age 22. On Wednesday, his uncle Bimal Mallik lodged a written complaint with the Mekhliganj police station in this regard. According to police sources, On Monday afternoon, Bimal babu suddenly heard screams at his grandfather Balaram’s house. Then he went there and saw that his sister-in-law, Arpita’s mother Durga Mallik, and a man named Samser Alam were beating Arpita with a shawl wood button. And niece Arpita is lying in a pool of blood. Hearing the girl’s screams, the neighbours also came there. With their help, Arpita was rushed to the Changrabandha block primary health centre for treatment. He was referred elsewhere as his condition was critical. Arpita died at a private hospital in Siliguri on Tuesday. It is alleged that Durga Mallik had an illicit relationship with Samser Alam, a resident of Madarihat area of Alipurduar, for a long time. Local residents, including the deceased’s uncle, claimed that Samser and Durga beat Arpita to death with a batam after knowing about her mother’s illicit relationship. The incident caused a huge uproar in Mekhliganj. Neighbours have demanded strict punishment for the culprits. Police have started investigation into the incident after a complaint was lodged with Mekhliganj Police Station in this regard.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights