চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি


মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:২১ মার্চ: মঙ্গলবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তার সাথে ছিলেন ওই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহম্মদ সামসুল আরিফ। জানা গেছে ভুটানের সাথে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই বাংলাদেশের বানিজ্যমন্ত্রী এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান,বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক মজবুত রয়েছে।বৈদেশিক বাণিজ্যেরও অনেক প্রসার ঘটেছে। এদিন, চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাতে শুল্ক দপ্তরের চ্যাংরাবান্ধা শাখার সুপারিনটেন্ডন্ট তপন কুমার মন্ডল,ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সমীর তামাঙ প্রমুখ। এই উপলক্ষে সীমান্তের দুই পাড়ে দুই দেশের পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি ছিল।

Bangladesh Commerce Minister Tipu Munshi arrived in India on Tuesday through the Changrabandha border in Behar. He was accompanied by Mohammad Shamsul Arif, Secretary of the Ministry of Commerce of that country. It is learned that the Commerce Minister of Bangladesh entered India through the Changrabandha Immigration Check Post to discuss foreign trade related issues with Bhutan. Commerce Minister Tipu Munshi said bangladesh’s relations with India are very strong at present. Foreign trade has also expanded a lot. Superintendent of Changrabandha Branch of Customs Tapan Kumar Mandal and Officer-in-Charge (OC) of Immigration Check Post Samir Tamang were present on the occasion. Tight security arrangements were in place by the police and border guards of the two countries on both sides of the border on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights