সুমাল্য মৈত্রের রিপোর্ট : রাম নবমীর দিন দেবী পিঠ আদ্যাপিঠ কুমারী আরাধনায় মেতে উঠেছিল। প্রায় দুহাজার মেয়ে এদিন কুমারী রুপে পূজিতা হয়েছেন। প্রত্যেক বছরই রাম নবমীর দিন কুমারী আরাধনায় মেতে ওঠে দেবী পিঠ আদ্যাপিঠ। ১ থেকে ১৬ বছর বয়সের মেয়েদের কুমারী রুপে পূজিত করা হয়। এদিন কুমারী রুপে পূজিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বয়সের কুমারীদের নামকরণ করা হয়ে থাকে। তার মধ্যে-
১ বছরের কুমারী – সন্ধ্যা
২ বছরের কুমারী – সরস্বতী
৩ বছরের কুমারী – ত্রিধামূর্তি
৪ বছরের কুমারী – কালিকা
৫ বছরের কুমারী – সুভগা
৬ বছরের কুমারী – ঊমা
৭ বছরের কুমারী – মালিনী
৮ বছরের কুমারী – কুষ্ঠিকা
৯ বছরের কুমারী – কালসন্দর্ভা
১০ বছরের কুমারী – অপরাজিতা
১১ বছরের কুমারী – রূদ্রাণী
১২ বছরের কুমারী – ভৈরবী
১৩ বছরের কুমারী – মহালপ্তী
১৪ বছরের কুমারী – পীঠনায়িকা
১৫ বছরের কুমারী – ক্ষেত্রজ্ঞা
১৬ বছরের কুমারী – অন্নদা বা অম্বিকা
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.