ফিনিক কাচরাপাড়া অষ্টম বর্ষের সাংস্কৃতিক উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি ফিনিক কাঁচরাপাড়ার উদ্যোগে অষ্টমবর্ষ মিলন সাংস্কৃতিক উৎসব নৈহাটি ঐকতান মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত দুই দিন ধরে অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়। ফিনিকের কুশীলবরা সমবেত সংগীত পরিবেশিত করে। মঞ্চস্থ হয় “জাগৃতি আতপুর” এ প্রযোজনা “যন্ত্রের যন্ত্রনা”, “ভাটপাড়া আরণ্যক থিয়েটার” এর “কুহক তন্ত্র” এবং “রংতাল থিয়েটার” এর প্রযোজনায় ‘মূক’ নাটক “চাকুরী নাই অথচ দালাল”। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় ফিনিক এর প্রযোজনায় মহিলা শিল্পীদের অভিনীত “শুচি” কবিতার নাট্যরূপ সকলের নজর কাড়ে। পরিবেশিত হয় “বিভাব নাট্য একাডেমির ” প্রযোজনা “টান” , “আলাপন” প্রযোজনায় উপস্থাপিত হয় যথাক্রমে “বিদ্রোহী” কবিতার দৃশ্যায়ন এবং”বলতো কে শক্তিশালী” কাব্যনাট্য, “স্বপ্নসৃজন” হাওড়া প্রযোজনা “কালপুরুষ” এবং “অঙ্গন”বেলঘড়িয়া প্রযোজনা
“স্বাধীনতা কাকে বলে”। উৎসবের দ্বিতীয় পর্যায় এই সংস্কৃতিক উৎসবের সূচনা করেন ফিনিকের সভাপতি যমুনাকান্ত চক্রবর্তীর সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে। এরপর পর্যায়ক্রমে সাতটি নাটক মঞ্চস্থ হয়। ‘গরিফা নাট্যায়নের’ প্রযোজনা “চেনা মানুষ” ‘বর্ধমান প্রয়াসের’ প্রযোজনা “বুড়ো হবার ওষুধ” ‘তমলুক আনন্দলোকের’ প্রযোজনা “এবং ধী শংকর” ‘গোবরডাঙ্গা মৃদঙ্গের’ প্রযোজনা “এ পলিটিক্যাল ড্রিম” ‘গোবরডাঙ্গা রূপান্তরের’ প্রযোজনা ” আমি আগন্তুক”। ‘অঙ্গকল্পনার’ ‘চরণদাস ‘চোর’-এর দৃশ্যায়নের পর ‘ ফিনিক ‘ এর প্রযোজনা “ওরা নন্দিনীরা” এবং ‘চন্দননগর রঙ্গপিঠ নাট্যগোষ্ঠীর’ প্রযোজনা “জঙ্গলের দিন রাতের জঙ্গল” সকল দর্শকদের নজর কাড়ে। এই দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবটি পরিচালনা করেন কাচরাপাড়া ফিনিক এর কর্ণধার কনক মুখার্জি।

Recently, the eighth year milan cultural festival was held for two days from morning to night at Naihati Oikatan Mancha under the initiative of Finnik Kanchrapara. It was inaugurated by Dr. Haimanti Chattopadhyay. Finique’s kushilabas performed the music together. The play “Chakri Nahi Nato Dalal” was staged under the production of “Jagriti Atpur”, “Kuhak Tantra” of “Bhatpara Aranyak Theatre” and “Muk” by “Rangtal Theatre”. The second phase of the festival began with the theatrical form of the poem “Shuchi” starring female artists in the production of Finnik. “Vibhav Natya Academy” productions “Tan”, “Alapan” productions presented the shooting of the poem “Vidrohi” and “Bolto Ke Samboot” poetry drama, “Sapnasrijan” Howrah production “Kalpurush” and “Angan” Belgharia production “Swadhinata Ka bole” respectively. The second phase of the festival began with a brief speech by Jamunakanta Chakraborty, president of FINIC. Then seven plays were staged in phases. ‘Gorifa Natyayan’ production “Chena Manush”, “Bardhaman Prayas” production “Buro Hobar’s Medicine”, “Tamluk Anandaloker” production “and Dhee Shankar” “Gobardanga Mridanga Mridangar” production “A Political Dream” “Gobardanga Rupantar” production “I am Agantuk”. After the shooting of ‘Charandas ‘Chor’ in ‘Angkalpana’, ‘Ora Nandinira’ produced by ‘Finik’ and ‘Jungleer Din Raat Jungle’ produced by ‘Chandannagar Rangpith Natyagroup’ caught the attention of all the audience. The two-day cultural festival was conducted by Kanak Mukherjee, owner of Kachrapara Finic.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights