গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার শিবির


মালদা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার শিবির। পয়লা এপ্রিল থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। বুধ ভিত্তিক অনুষ্ঠিত হবে এই শিবির। প্রায় ৩৩ টি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে শিবির থেকে। সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উল্লেখ্য এই নিয়ে এদিন সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রাথমিক পর্যায়ে একটি আলোচনা পর্ব সারেন জেলাশাসক। যেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরাও।

Malda: On the instructions of the Chief Minister of West Bengal, the government camp is being held in Malda district as well as the entire state. The government camp will run from April 1 to April 10. This camp will be held on Mercury. About 33 projects will be served from the camp. District Magistrate Nitin Singhania told reporters at the Malda district administrative building on Monday afternoon. It is to be noted that the District Magistrate held an initial discussion with the officials of all the departments in this regard. Superintendent of Police Pradeep Kumar Yadav and other officials were also present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights