আগামী কুড়ি এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই দুয়ারে সরকার শিবির


মালদা: আবারও শুরু হল দুয়ারে সরকার শিবির। আগামী কুড়ি এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের ৩৩ টি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের দুয়ারে হাজির সরকার। রাজ্য সরকারের উদ্যোগে এবারে বুধ ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে এই শিবির। মঙ্গলবার ইংলিশ বাজার ব্লকের মহদীপুর অঞ্চলের মহদীপুর গার্লস হাই স্কুল সহ একাধিক জায়গায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। দুয়ারে সরকার শিবিরের সমস্ত কাজকর্ম খতিয়ে দেখেন তারা। এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো আজ মহদীপুর অঞ্চলের বুধ ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে শিবির। মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে শিবির থেকে।

Malda: Sarkar camp started again at Duar. The Duare government camp will continue across the state till April 20. The government has appeared at the door of the people with the benefits of 33 projects of the state government. This camp is being held on Budh based on the initiative of the state government. English Bazar Block BDO Sougat Chowdhury and English Bazar Panchayat Samiti President Lipika Barman Ghosh visited several places including Mahdipur Girls High School in Mahdipur area of ​​English Bazar block on Tuesday. They looked into all the activities of the government camp at Duar. In this regard, English Bazar Panchayat Samiti President Lipika Barman Ghosh said, as per the instructions of the state government, the government camp has started again in Duar. Similarly, a camp is being held today based on Mercury in Mahdipur region. A total of 33 projects are being facilitated from the camp.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights