নদীয়ায় সাতসকালে দুস্কৃতিদের গুলিতে মৃত্যু হলো এক তৃণমুল নেতার


গোপাল বিশ্বাস,নদীয়া-: নদীয়ায় ফের প্রকাশ্যে গুলি করে খুন এক তৃণমূল নেতা। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালীর ছোট চুপরি বাজারে। মৃত তৃণমুল নেতার নাম আহমেদ মন্ডল তার বাড়ি হাসখালি বড় চুপ্রি এলাকায়। এলাকায় তৃনমুল নেতা হিসেবেই পরিচিত তিনি। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার সকালেও আহমেদ মন্ডল ছোট চুপ্রি বাজারে বাজার করতে যায় । সেই সময় দুটি মোটরসাইকেল এসে তার পাশে দাঁড়াই এবং কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় । এরপর মোটরসাইকেল থেকে আশা দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায় । স্থানীয়রা ওই ব্যক্তিকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। । কর্তব্যরত চিকিৎসা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার পুলিশ । প্রকাশ্য দিবালকে বাজারে এহেন গুলি চালনার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরা । উল্লেখ থাকে বীগত দিনে নদীয়ার এই হাসখাঁলি এলাকায় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস সহ আরও এক তৃণমূল নেতাকে গুলিকরেই খুন করা হয়। পঞ্চায়েত ভোটের আগে পুনরায় আবার বাজার এলাকায় প্রকাশ্যে আরও এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনা ঘটায় এলাকা জুড়ে নতুন করে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবী এই ঘটনার সাথে যারাই জরিত থাক দলমত নির্বিশেষে প্রশাসন যেন ব্যাবস্থা নেয়। যদিও ঘটনার পর থেকে প্রশাসনের তরফে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

Gopal Biswas, Nadia-: A Trinamool leader was publicly shot dead again in Nadia. Such a sensational incident happened in Chota Chupri Bazar of Hanskhali in Nadia. The dead Trinamul leader’s name is Ahmed Mondal, his house is in Haskhali Bara Chupri area. He is known as Trinamul leader in the area. According to local sources, Ahmed Mondal goes to Chhota Chupri Bazar to market on Friday morning like every day. At that time two motorcycles came and stood next to him and there was a discussion about some issues. After that, the assailants shot and fled from the motorcycle. Locals took the person to Bugula Rural Hospital. . The on-duty medical personnel declared the person dead. The police of Hanskhali police station reached the spot after receiving the information. Local people are quite scared about such firing in the market in broad daylight. It is mentioned that MLA Satyajit Biswas and another Trinamool leader were shot dead in this Haskhanli area of ​​Nadia. It goes without saying that yet another Trinamool leader was shot dead publicly in Bazar area before the Panchayat polls, which will create a lot of excitement in the area. However, the local grassroots leaders demand that whoever is involved in this incident, irrespective of party affiliation, the administration should take action. However, since the incident, police pickets have been placed in the area by the administration.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights