আকরিক‌ আক্ষরিক‌ অর্থেই পারিবারিক পট পরিবর্তনের ছবি‌ ‌


নিজস্ব প্রতিবেদনঃ আকরিক বলতে আমরা বুঝি মাটির নিচে প্রাকৃতিক সম্পদকে যা‌ খনিজ‌ও পদার্থ ‌ যদিও নামের সাথে সিনেমাটা ম্যাচ‌ করে না অন্তত আকরিক সিনেমা‌র ক্ষেত্রে দর্শকদের মনে এটাই হবে হয় এটা কয়লা খনি বিষয়ের ছবি নয়তো কোনো প্রাকৃতিক সম্পদের ওপরে তৈরি হয়েছে এই ছবি ‌।যদিও দুটোর‌ কোনোটাই নয় ‌।যদিও এখানে তরুণ পরিচালক তথাগত ভট্টাচার্য তার বক্তব্যের‌ মধ্যে‌ দিয়ে জানালেন আকরিকের আসল মানে‌। এখানে আকরিক এই নামে এক ভিন্ন স্বাদের সিনেমার প্রিমিয়ার শো হয়ে গেলো গুড‌ ফ্রাইডের‌ দিন‌ বিকেলে ‌। আদ্যপান্ত‌ এক পারিবারিক পট পরিবর্তনের ছবি‌ এই আকরিক‌।যার‌ অর্থ শেকড়ের‌ কাছে ফেরা মাটির কাছে ফেরা বর্তমান সময়ে যেখানে‌ যেকটা‌ যৌথ‌ পরিবার এখনও টিকে আছে তারাও আস্তে আস্তে পরিণত‌ হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে‌। সেই ফ্যামিলিতে‌ ছেলে মেয়েরা দেখছে এক অন্য‌ জগতে মা তার কাজ নিয়ে এতোটাই ব্যাস্ত‌ সেখানে ছেলে বা‌ মেয়েকে সময়‌ দিতে পারছে না এর ফলে‌ স্বামী ও স্ত্রীর মধ্যে এক দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং একটা বাচ্চা ছেলে এই সব দেখতে দেখতেই পরিণত হয়ে উঠছে‌। পাশাপাশি একান্নবর্তী‌ পরিবারের সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কেউ চলে যাচ্ছে বিদেশে আবার কেউ বা বিদেশ ও কোলকাতা কাজের প্রয়োজনে যাতায়াত‌ করছে‌ এবং ফলস্বরুপ ছেলে বা‌ মেয়েটা যেখানে‌ তার মা‌ বা বাড়ির পরিচারিকা ছাড়া‌ কেউ নেই সে‌ বেড়ে‌ উঠছে একা একা নিজের মতো করে ক্রিকেটকে সঙ্গী করে ‌। দীর্ঘদিন পর আবার আমরা স্ক্রিন‌ শেয়ার করতে দেখলাম ভিক্টর ব্যানার্জি এবং অনুরাধা রায়কে ‌। দুজনেই তাদের অভিনয়ের স্বাভাবিকতা বজায় রেখেছেন ‌। কোনো জড়তা নেই তাদের অভিনয়ে‌। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় নিয়ে বলতে গেলে অনেকটাই ফাঁক ফোকর চোখে পড়েছে এখানে ঋতুর ছেলের চরিত্রে ‌ যে‌ অভিনয় করেছেন সে যে‌ কটা আগামীতে‌ লম্বা লেসের‌ ঘোড়া এটা তার কাজ দেখে এইটুকু হলফ করা যায় ‌। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় করা বলতে গেলে বলতে হয় আলো ছাড়া‌ তার এই ধরনের আর্ট‌ ফ্লিমে খুব একটা দাগ‌ কাটেনি ঋতুপর্ণার‌ অভিনয়‌।‌এই সিনেমায় ঋতুপর্ণার চরিত্র সে‌ একজন স্ক্রিপ্ট‌ রাইটার‌। কিন্ত গোটা‌ সিনেমায় তার চরিত্রটাকে‌ সেইভাবেই ফুটিয়ে তুলতে পুরোপুরি ব্যার্থ‌ হয়েছেন অভিনেত্রী ‌। অন্যদিকে অনুরাধা রায় এবং ভিক্টর ব্যানার্জি তাদের‌ চরিত্রের খুব গভীরে পৌঁছেছেন ফুটিয়ে তুলেছেন তাদের চরিত্রটা‌।একজন দায়িত্বশীল স্বামী / একজন নাতির বয়সী ছেলের সাথে মিশে যাওয়া এবং এখানেই সিনেমাটার আকরিক নাম‌ স্বার্থকতা ‌।

নতুন প্রজন্মের ছেলের সাথে ভিক্টর ব্যানার্জি অভিনয় চোখের‌ আরাম‌ দেয়‌ যা‌ এক কথায় সাবলীল ভাবে বয়ে‌ চলা নদীর স্রোতের মতো ‌। অনুরাধা রায় তার আশি‌ নব্ব‌ই‌ সালের তথাকথিত মারপিট ডায়লগ‌ মার্কা‌ সিনেমা খোলোস‌ ছেড়ে এক ঝরঝরে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ‌।যেখানে‌ দেখা‌ যাচ্ছে অনুরাধা রায়ের স্বামী‌ ভিক্টর ব্যানার্জির নতুন বন্ধু হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলের চরিত্রে অভিনয় করা নবাগত অঙ্কুশ‌। গোটা চরিত্রটাই সে তার মতো করে সুইচ‌ অন আর সুইচ‌ অফ‌ করেছে‌। পারিবারিক পট পরিবর্তনের এমন ছবি সত্যি চোখের আরাম‌ তো‌ দেবেই পাশাপাশি পারিবারিক পট পরিবর্তনের‌ ছবিটাও‌ আমাদের সামনে ভেসে‌ উঠছে।

Own report: By ore, we mean the natural resources under the ground which are minerals and substances, although the movie does not match with the name, at least in the case of the movie ore, the audience will think that it is either a film about coal mining or this film is made on a natural resource. Although it is neither of the two. Although here the young director Tathagata Bhattacharya told the real meaning of ore through his speech. A film of a different taste called Aakreek premiered here on Good Friday afternoon. This ore is a picture of a recent family pot change. Which means back to the roots, back to the soil. In the present time, the joint family that still survives is slowly turning into a nuclear family. In that family, the boys and girls are seeing another world where the mother is so busy with her work that she is not able to give time to her son or daughter, as a result of which a distance is created between the husband and wife and a baby boy is growing up watching all this. Besides, everyone in the immediate family is getting separated, some are going abroad and some are traveling abroad and Kolkata for work needs and as a result, the boy or girl grows up alone with no one but his mother or housekeeper, following cricket as his own. After a long time again we saw Victor Banerjee and Anuradha Roy sharing the screen. Both have maintained the naturalness of their performances. There is no inertia in their performance. Besides, if we talk about the acting of Rituparna Sengupta, there are many gaps in the eyes. Here we can swear that the one who acted as Ritu’s son will be a long-laced horse in the future. Besides Rituparna Sengupta’s acting, it has to be said that except for the light, Rituparna’s performance in this kind of art film did not make a mark. Rituparna’s character in this movie is a script writer. But the actress has completely failed to portray her character in the entire movie. On the other hand Anuradha Roy and Victor Banerjee have gone deep into their characters portraying their characters. A dutiful husband / a grandson mixed with a son and this is where the movie ore is called selfishness.

Victor Banerjee’s performance with the new generation boy is eye-pleasing, in a word, like a smooth-flowing river. Anuradha Roy came out of her 1990s so-called mayhem dialogue marca film Kholos to play the role of a neat mother, in which Anuradha Roy’s husband Victor Banerjee’s new friend is debutant Ankush playing the role of Rituparna Sengupta’s son. The whole character is switched on and off by him. Such a picture of changing family pot will really give comfort to the eyes as well as the picture of changing family pot is also floating in front of us.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights