তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন কৃষি অধিদপ্তরে


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর:  তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন আজ ইসলামপুর মহকুমা কৃষি অধিদপ্তরে মহকুমার কৃষকদের নানান সমস্যা ও কৃষকদের জন্য সরকারি স্কিম নিয়ে দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে বৈঠকে বসেন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কৃষাণ রাজ্য কমিটির সদস্য শংকর বৈদ্য, তৃণমূল কিষান কমিটির ইসলামপুর ব্লক সভাপতি সাফিক আলম, এছাড়াও উপস্থিত ছিলেন, চোপড়া ব্লক তৃণমূল কিষান কমিটির সভাপতি, গল্পুকুর ব্লক তৃণমূল কৃষাণ কমিটির সভাপতি, করণদিঘি ব্লক রেশন কমিটির সভাপতি, চোপড়া ব্লক তৃণমূল কুষাণ কমিটির সভাপতি, চাকুলিয়া ব্লক তৃণমূল কিষান কমিটির সভাপতি সহ তৃণমূল কৃষাণ কমিটির একাধিক সদস্যরা ইসলামপুর কৃষক সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর বৈদ‍্য জানান , মা মাটি মানুষের সরকার সব সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে নানা কৃষি উন্নয়নমূলক উদ‍্যোগ গ্রহণ করেছে। মানুষ সে সবের লাভ‌ও পাচ্ছেন। তবে সেগুলো যেন মহকুমার কৃষক আরও বেশি করে পায় , যারা এখনও স্কিমগুলো সম্পর্কে জানেনন না ,তারাও যেন জানতে পারেন , সুবিধা নিতে পারেন সেই বিষয়েই আধিকারিকদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে মহকুমার যুগ্ম কৃষি অধিকর্তা শ্রীকান্ত সিনহা্ জানান , আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে কৃষক বন্ধুরা সমস্ত ধরণের সরকারি সুবিধা সঠিক ভাবে পেয়ে যান। আমাদের নিরলস পরিশ্রমের জন‍্যেই এই রাজ‍্য পরপর জাতীয় স্তরে কৃষিতে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে ফলধ বাড়ে , বেশি লাভের মুখ দেখা যায় , তাই আমরা চাইছি প্রযুক্তি এবং বিজ্ঞান কৃষকের ঘরে ঘরে পৌঁছে যাক।

Mohammad Zakaria: North Dinajpur: The Trinamool Congress farmers’ organization held a meeting today at the Islampur sub-division agriculture directorate with officials in charge of various problems of the sub-division farmers and government schemes for farmers. Trinamool Krishan State Committee Member Shankar Vaidya, Trinamool Kisan Committee Islampur Block President Safiq Alam, Chopra Block Trinamool Kisan Committee President, Ghalukur Block Trinamool Kisan Committee President, Karandighi Block Ration Committee President, Chopra Block Trinamool Kisan Committee were also present in this meeting. Trinamool Congress leader Shankar Vaidya, who is in charge of the Islampur Farmers Organization, and several members of Trinamool Krishan Committee, President of Chakulia Block Trinamool Kisan Committee, said that the government of Mother Earth is a government that is friendly to farmers and farmers. Mamata Banerjee has taken various agricultural development initiatives after coming to power. People are getting the benefit of all that. However, fruitful discussions have been held with the officials so that the farmers of the sub-division get more of them, those who are not yet aware of the schemes, so that they can also know and take advantage. In this context, Joint Agriculture Officer of Sub-Division Srikant Sinha said, we are trying our best to ensure that farmers get all kinds of government benefits properly. It is because of our tireless efforts that the state has won the title of excellence in agriculture at the national level consecutively. In science-based farming, productivity increases, more profit is seen, so we want technology and science to reach the farmer’s house.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights