দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন সৌম্যদীপ


নদীয়ার করিমপুরঃ বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন সৌম্যদীপ পাল। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত রেগুলেটেড মার্কেটের খেলার মাঠে। প্রতিদিনের মতো আজ সকালে অষ্টাদশ বর্ষীয় সৌম্যদীপ পাল পিতা সঞ্জীব কুমার পাল, করিমপুর রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা, প্র্যাকটিসে যাই করিমপুর ফুটবল ময়দান অর্থাৎ করিমপুর রেগুলেটেড মার্কেটে। সেখানে ফুটবল খেলার প্র্যাকটিসের সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। তার হার্ট ব্লক হতে শুরু করে। এরপর তার সঙ্গী সাথীরা তাকে সুস্থ অবস্থায় ফেরানোর চেষ্টা করে। ফুটবল কোচ সুজিত কুমার বিশ্বাসের নেতৃত্বে চলে ওই প্রাথমিক চিকিৎসা। হৃদপিণ্ডকে পামপ করে সচল রাখার চেষ্টা করা হয়। তারপর সকলে মিলে তড়িঘড়ি করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সৌম্যদীপ পালকে। সেখানে তার চিকিৎসা শুরু করা হয়। অদ্যাবধি পাওয়া খবরে জানা জায় যে সৌম্যদীপ পাল সুস্থ রয়েছে।

Nadia Karimpur: Soumyadeep Pal survived a major accident. The incident took place in the playground of Regulated Market under Karimpur police station in Nadia district. As usual, this morning 18th year Soumyadeep Pal father Sanjeev Kumar Pal, a resident of Karimpur Ramakrishna Palli, went to practice at the Karimpur Football Ground i.e. Karimpur Regulated Market. There, while jogging during football practice, he suddenly fell ill. His heart starts to block. His companions then tried to nurse him back to health. Football coach Sujit Kumar Biswas led the first aid. An attempt is made to keep the heart pumping. Then everyone rushed Soumyadeep Pal to Karimpur Rural Hospital. He was treated there. Reports so far suggest that Soumyadeep Pal is healthy.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights