ইসমাইল ফিল্ম প্রোডাকশনের নতুন ছবি “কেয়ার অফ এ জার্নি”


ইন্দ্রজিৎ আইচঃ সাম্প্রতিককালে ছোটদের নিয়ে তেমন নজর-কাড়া বাংলা ছবি তৈরি হয়নি। ছবির সেই খরাকে কাটাতে এগিয়ে এসেছেন ইসমাইল ফিল্ম প্রোডাকশনের পক্ষে প্রযোজক ইসমাইল মল্লিক। ‘কেয়ার অফ এ জার্নি’ নামে এবার বাংলা-হিন্দি দ্বিভাষিক কাহিনীচিত্রের কাজ শুরু করতে চলেছেন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি এ-খবর জানিয়েছেন। এদিনের বৈঠকে ছবির পরিচালক প্রতীক সরকার-সহ ছবির মুখ্য অভিনেতা রাহুল ব্যানার্জি, সুনীল ব্যানার্জি, অভিনেত্রী সুমনা দাস, শিশুশিল্পী রূপম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

কাহিনী-প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, শহর থেকে বহু দূরে একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ১১ মাইল। সেই গ্রামের ছেলে পাটু। মায়ের মৃত্যুর পর ঠাকুমা-ই পাটুকে লালিত-পালিত করে। পাটু তার বাবাকে কখনোই দেখেনি। লোকের মুখে শুনেছে তার বাবা কলকাতা শহরে থাকে। বাবা থাকতেও বাবা-হারা। এই বিষয়টা ভীষণ আক্ষেপ পাটুর কাছে। তাই সে গাঁয়ের লোকেদের কাছ থেকে নানা কৌশলে শহর কলকাতাকে জানার চেষ্টা করত। বৃদ্ধা বোবা-কালা শৈলবালা ও তার নাতি পাটু সম্পর্কে গল্পে এক অন্য মাত্রা নিয়ে আসে। গোটা গ্রামে তার মাত্র দুই বন্ধু— কালী এবং টুকাই। পাড়ার গোলদারির দোকানে খুঁড়োর সাথে গল্পের ছলে বাবার বিষয়ে জানতে গিয়ে শহর কলকাতাকে চিনেছিল পাটু। একদিন সিদ্ধান্ত নেয় বাবাকে খুঁজতে শহরে যাবে! সেই গ্রামে থেকে পালিয়ে শহরে এলো পাটু।… তারপর?

এক সর্বহারা ছেলের এগিয়ে যাওয়ার কাহিনী। পরতে পরতে থাকবে রহস্য। লড়াই। এবং উত্তরণ। ইসমাইল ফিল্ম প্রোডাকশনের দ্বিতীয় নিবেদন ‘কেয়ার অব এ জার্নি’। মূল ভাবনা প্রতীক সরকারের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সপ্তর্ষি ঘটক, প্রতীক সরকার। পরিচালনা প্রতীক সরকার। সঙ্গীত পরিচালনায় দেব সেন। ছবিতে মাত্র দু’টি গান থাকছে। ক্যামেরয় রয়েছেন আকাশ পাল। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা শুটিং হবে ঝাড়গ্রামে। তারপর কলকাতায়। ছবিতে বাহুল ব্যানার্জি, সুনীল ব্যানার্জি, সুমান দাস, রূপম মণ্ডল সহ আরও অনেকে থাকবেন।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরের মধ্যে ইসমাইল ফিল্ম প্রোডাকশন সকলের নজর কেড়েছে। ইতিমধ্যে ‘জীবন সুধা, যেদিন তুমি বুঝবে, সংকট, রিউইঞ্জ, স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছে। সম্পাদনা চলছে ‘সাইকো’ রহস্য ছবির। আগামী জুন মাসে রাজ্যের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দিব্যেন্দু পোরেল পরিচালিত ‘আরশিকথন’ বাংলা কাহিনীচিত্র। কাহিনীর কেন্দ্রে একটি আয়না। এই আয়নার সামনে দাঁড়ালেই নিজের অপরাধের ছবি ধরা পড়ে। কীভাবে সামান্য একটি আয়না পরিবারের মধ্যে আলোড়ন তোলে, তা অবিশ্বাস্য। টান টান উত্তেজনায় ভরপুর, এ ছবিতে অভিনয় করেছেন সৌরভ ব্যানার্জি, ঐশ্বর্য চ্যাটার্জি, দেবিকা মুখার্জি, অভীক ভট্টাচার্য, সান্ত্বনা বসু, বরুণ চক্রবর্তী, পুলকিতা ঘোষ, দেবাশিস গাঙ্গুলি, সুনীল ব্যানার্জি, আদ্রিকা পোরেল, শিবাঙ্কু পাল, প্রশান্ত নন্দী, মনোজ সিং প্রমুখ।

Indrajit Aich: Recently, there have not been many eye-catching Bengali films made with children. Producer Ismail Mallick has come forward to cut the drought of the film on behalf of Ismail Film Production. He is going to start working on a Bengali-Hindi bilingual film called ‘Care of a Journey’. He informed this news in a press conference at Calcutta Press Club recently. The film’s director Pratik Sarkar along with lead actors Rahul Banerjee, Sunil Banerjee, actress Sumana Das, child artist Rupam Mondal and others were present in the meeting. In the context of the story, the director said, a remote village far away from the city. The name of the village is 11 miles. The boy of that village is Patu. Patu was brought up by her grandmother after her mother’s death. Patu never saw his father. People have heard that his father lives in Kolkata. Even if there is a father, the father is lost. This is a matter of great regret to Patu. So he tried to get to know the city of Calcutta by various tricks from the village people. The old mute Kala brings another dimension to the story about Shailbala and her grandson Patu. He has only two friends in the entire village — Kali and Tukai. Patu got to know the city of Calcutta after finding out about his father through the story of his father in the neighborhood goldari shop. One day he decided to go to the city to find his father! Patu ran away from that village and came to the city… Then? A story of a proletarian boy moving forward. The mystery will continue to wear. fight and passage. Ismail Film Productions’ second offering is ‘Care of a Journey’. The main idea is the symbol of government. Screenplay and dialogues written by Saptarshi Ghatak, Prateek Sarkar. Management Symbol Govt. Music directed by Dev Sen. There are only two songs in the film. Akash Pal is in the camera. The shooting will be continuous from the second week of May in Jhargram. Then to Calcutta. The film will feature Bahul Banerjee, Sunil Banerjee, Suman Das, Rupam Mondal and others.

Incidentally, Ismail Film Productions has grabbed everyone’s attention in the past few years. Meanwhile Jeevan Sudha, Jeeden Tum Pohge, Sankat, Rewinge, short films have been released. The editing of ‘Psycho’ mystery film is going on. Bengali drama ‘Arshikathon’ directed by Dibyendu Porel will be released in 25 theaters in the state next June. A mirror at the center of the story. When standing in front of this mirror, the image of one’s crime is caught. It’s incredible how a little mirror stirs up a family. Full of suspense, the film stars Saurabh Banerjee, Aishwarya Chatterjee, Devika Mukherjee, Abhick Bhattacharya, Santvana Basu, Varun Chakraborty, Pulkita Ghosh, Devashis Ganguly, Sunil Banerjee, Adrika Porel, Shivanku Pal, Prashant Nandy, Manoj Singh and others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights