ধোড়াদহ নিবাসী সাধন চৌধুরী মহাশয় প্রতিবছর ঈদ উপলক্ষে মানুষকে বস্ত্রদান করেন


করিমপুরঃ নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত ধোড়াদহ নিবাসী সাধন চৌধুরী মহাশয় প্রতিবছর ঈদ উপলক্ষে মানুষকে বস্ত্রদান করে থাকেন। ইনি ধোড়াদহ নয় নম্বর বুথের অঞ্চল সভাপতি। এই বস্ত্র দান করে তিনি ভীষণ আনন্দিত এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী বছরগুলোতেও তিনি এরকম কাজ করে যাবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। আজকে মোট ৫০ জনকে বস্ত্র দান করা হয় । এই বস্ত্রদানের মাধ্যমে তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। সাধন চৌধুরীর মত যদি আরো মানুষ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজ অনেকটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। আমরা জাতিভেদ এবং অভিমান ভুলে গিয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি। বাঁচার প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই বাণীর সার্থকতা আসতে পারে।Karimpur: Sadhan Chowdhury Mahashay, a resident of Dhoradah under Thanarpara police station of Nadia district, donates clothes to people on the occasion of Eid every year. He is the regional president of booth no. He is very happy to donate this cloth and told the media that he will continue to do this in the future. A total of 50 people were donated clothes today. He has become popular with people through this donation of clothes. Like Sadhan Chowdhury, if more people extend their helping hand to people, then our society can come to a healthy and normal level. We can forget caste differences and prejudices and live in harmony with each other. I can enjoy the real joy of living. All of us, each of us, each of us, may come true.

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights