বন্দুক হাতে ক্লাসরুমে ঢুকে দাপাদাপি মালদায়


মালদাঃ বন্দুক হাতে ক্লাসরুমে ঢুকে দাপাদাপি। পড়ুয়াদের আটকে রেখে বন্দুক উঁচুয়ে হুমকি এক যুবকের। বুধবার দুপুরে এই ঘটনাই ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে। জানা যায় এদিন দুপুরে ক্লাস রুমে পিস্তল ও দু’টি অ্যাসিড বা পেট্রল বোমা নিয়ে ঢুকে পড়ে এক যুবক।ওই যুবকের নাম রাজু বল্লভ। জানা যাচ্ছে তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। পারিবারিক কোনো সমস্যা থাকার কারণে এদিন দুপুরে ক্লাস রুমে ঢুকে পড়ে বন্দুক উচিয়ে রীতিমতো হুমকি দিতে থাকে ওই যুবক। এই ঘটনার একটা ভিডিও ফুটেজও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ওই যুবক হাতে পিস্তল নিয়ে হুমকি দিচ্ছে। আর ভয়ে সিঁটিয়ে ক্লাসরুমে বসে রয়েছে ছাত্রছাত্রীরা।ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা এতটাই যে খবর পেয়ে স্কুলে পৌঁছে যায় অভিভাবক এবং স্থানীয় মানুষজন। স্কুলের প্রধান শিক্ষকের ফোন পেয়ে সেখানে পৌঁছান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং বিশাল পুলিশ বাহিনী।ওই যুবককে আত্মসমর্পণের জন্য বার্তা দেওয়া হয়। শেষমেষ ওই যুবককে আটক করতে সফল হয় পুলিশ। মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারেরও বেশি। এলাকায় এই স্কুলের পরিচিতি নাম রয়েছে। ফলে ঘটনার খবর এদিন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা মালদহ জেলায়। খবর পৌঁছেছে নবান্নেও।

Malda: He stormed into the classroom with a gun. A young man held up the students and threatened them with a gun. On Wednesday afternoon, this incident created great excitement in Muchiya Chandramohan High School of Old Malda Block. It is known that a young man entered the class room at noon with a pistol and two acid or petrol bombs. That young man’s name is Raju Vallabh. It is known that his wife is a BJP member of the local panchayat. Due to some family problem, the young man entered the class room at noon and raised a gun and started threatening. A video footage of this incident also went viral on social media. It is seen that the young man is threatening with a pistol in his hand. And the students are sitting in the classroom in fear. The suddenness and horror of the incident is so much that the parents and local people reached the school after getting the news. District Superintendent of Police Pradeep Kumar Yadav and a large police force reached there after receiving a call from the headmaster of the school. The youth was given a message to surrender. Finally, the police succeeded in arresting the young man. The number of students in Muchiya Chandramohan School is more than one thousand. This school has a familiar name in the area. As a result, the news of the incident spread like wildfire in the entire Maldah district. The news reached Navanna too.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights