পরিক্রমা কল্যাণীর দু’দিন ব্যাপী আবৃত্তি উৎসব – কবিতা আমার জারুলের ঘন ছায়া


নিজস্ব প্রতিবেদনঃ গত ৮ই এবং ৯ই এপ্রিল কল্যাণীতে অনুষ্ঠিত হল এক অনন্য আবৃত্তি উৎসব পরিক্রমা, কল্যাণীর হাত ধরে। ১০০-র ও বেশি শিক্ষার্থী ও প্রাক্তনীদের নিয়ে অধ্যক্ষা মধুচ্ছন্দা তরফদার আয়োজন করেছিলেন এই দু’দিন ব্যাপী আবৃত্তি মহোৎসব। কল্যাণী ভাষা উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন কল্যাণীর পৌর প্রধান ড: নীলিমেষ রায়চৌধুরী, উপ-পৌরপ্রধান শ্রী বলরাম মাঝি ও মহকুমা শাসক শ্রী হীরক মন্ডল। সম্মাননা জ্ঞাপন করা হয় দুই বিশিষ্ট কবি শ্রী রতনতনু ঘাটী ও শ্রী চন্দন নাথকে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা লোকসংগীতের অন্যতম নাম ও কবি শ্রী শুভেন্দু মাইতি এবং সম্মান জানানো হয় আরো দুই বিশিষ্ট কবি শ্রী শিবাশিস মুখোপাধ্যায় ও শ্রী অরুন ভট্টাচার্য্যকে এবং বিশিষ্ট বাচিক শিল্পী পীতম ভট্টাচার্য্যকে।

কচিকাঁচাদের কণ্ঠে উদযাপন করা হয় শিশুসাহিত্যের সম্রাট শ্রী সুকুমার রায়ের আবোলতাবোল-এর শতবর্ষ। রবীন্দ্রকবিতার সাথে নৃত্যের সুন্দর উপস্থাপনা ‘বুদ্ধং স্বরনং’ মন কাড়ে সমস্ত দর্শকের। উৎসবের দ্বিতীয় দিনে পরিক্রমার ছাত্র-ছাত্রীরা উপস্থাপনা করে এক নতুন কবিতা কলেজ – নদী কথা। এই কোলাজের মাধ্যমে কল্যাণীবাসীর সামনে পরিক্রমা পরিবেশনা করে ‘ছিপ খান তিন দাঁড়’ বা ‘আমাদের ছোট নদীর’ মত জনপ্রিয় কবিতার নৃত্যায়ন। বাচিক শিল্পের সমস্ত ধারাকেই স্পর্শ করে অগ্রজ ছাত্রীরা পরিবেশনা করেন দুটি শ্রুতি নাটক। অধ্যক্ষা মধুচ্ছন্দা তরফদার বলেন ‘ মানুষের উৎসাহই আমাদের এগিয়ে চলার পথের পাথেয়। আমাদের এই উৎসবে দুদিনই যে জনসমাগম হয়েছে তা বুঝিয়ে দেয় যে মননশীল সংস্কৃতি চর্চা আজও কেমন মানুষকে ঘন্টার পর ঘন্টা এক আসনে আটকে রাখতে পারে।’

Own report: A unique recitation festival Parikrama was held in Kalyani on 8th and 9th April, held by Kalyani. Principal Madhuchhanda Tarafdar organized this two-day recitation festival with more than 100 students and alumni. Kalyani Municipal Chief Dr. Nilimesh Roychowdhury, Deputy Mayor Mr. Balaram Majhi and Sub-Divisional Ruler Mr. Heerak Mandal were present to inaugurate the event organized on the first day at Kalyani Language Udyan. Two distinguished poets Shri Ratanatanu Ghati and Shri Chandan Nath were felicitated. On the second day, one of the names and poets of Bengali folk music Shri Subhendu Maiti were present and two other distinguished poets Shri Shivashis Mukhopadhyay and Shri Arun Bhattacharya and eminent Bachik artiste Peetam Bhattacharya were honored. The centenary of children’s literature king Sri Sukumar Roy’s Aboltabol is celebrated in the voice of the young. The beautiful dance performance ‘Budhang Swaranang’ with Rabindrankavita captivated all the audience. On the second day of the festival, Parikrama students presented a new poetry college – Nadi Katha. Through this collage, performing parikrama in front of the people of Kalyani, dancing to popular poems like ‘Chhip Khan Tin Dand’ or ‘Our Small River’. Agraja students performed two shruti plays touching all genres of Bachik art. Principal Madhuchhanda Tarafdar said ‘people’s enthusiasm is the path of our progress. The crowds we’ve seen on both days of this festival show how contemplative cultural practices can still hold people in one seat for hours.’

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights