নদীয়ার ফের এলাকায় ,মুড়ি মুড়কির মতন বোমাবাজি!


গোপাল বিশ্বাস, নদীয়া:- ফের নদীয়ায় পরলো মুড়ি মুড়কির মতো বোম। আতংকিত এলাকা বাসী। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ বিধান সভার ভালুকার আনন্দবাস এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায় এলাকার পরিবার জিন্নাত সেখ ও হাফিজুল মন্ডলের দুই পরিবার তথা আত্মীয়দের মধ্যে কোন একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। শুক্রবার মাঠের কাজ থেকে বাড়ি ফেরার পথে জিন্নাত শেখকে লক্ষ্য করে একের পর এক মুড়ি মুড়কির মত বোম মারতে থাকে । জিন্নাত শেখের পরিবারের দাবী জিন্নাত শেখ সহ বেশ কয়েকজনকে লক্ষ্য করে কমপক্ষে ২০ থেকে ২৫ টারো বেশি বোমা মারে বলে জানা যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও জিন্নাত শেখের হাতে বোমের আঘাত লাগে।তাকে গুরুতর আবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।
পাশাপাশি ঘটনার তদন্তে কোতয়ালী থানার পুলিশ। পুলিশ গিয়ে দুটো তাজা বোমাও উদ্ধার করে। স্থানীয়দের একাংশের দাবী এটা শুধুই পারিবারিক বিষয় নয় এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, ফলে এলাকার দখল নিয়েও তাদের মধ্যে একটা সমস্যা তৈরী হয়, এদিন তা নিয়েই শুরু হয় এই অশান্তি। জিন্নাত সেখের পরিবার সূত্রেও জানা যায়,তারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক আর এই দিন বোমা মারে তৃণমূল অন্য আরএক তৃণমূলের গোষ্টির ওপর বলে অভিযোগ পরিবারের। এলাকায় চলছে পুলিশের নজরদারি, চলাকালীন এদিন বিকেল আনুমানিক ৪.২০ নাগাদ এলাকার একটি বাড়ির ছাদে হঠাৎ করেই পাঠকাঠির গাদায় বোমা ফেটে আগুন লেগে গেলে ফের একবার চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় যদিও স্থানীয় ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নেভানো হয়। সামগ্রিক ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা।

Gopal Biswas, Nadia:- Once again a bomb fell in Nadia. Terrified area residents. Such a sensational incident took place in Anandabas area of ​​Nabadwip Vidhan Sabha of Nadia. According to local sources, there has been a dispute between two families and relatives of Jinnat Seikh and Hafizul Mandal over a road for a long time. On his way home from field work on Friday, Jinnat Sheikh was targeted by bomb blasts one after another. Jinnat Sheikh’s family claims that at least 20 to 25 bombs were targeted at several people including Jinnat Sheikh. Although several people were injured in this incident, Jinnat Sheikh was hit by a bomb on his hand. He was brought to Krishnanagar Shaktinagar District Hospital in critical condition. A large police force of Kotwali police station went to the spot after receiving the news. Besides, the police of Kotyali police station are investigating the incident. The police went and recovered two fresh bombs. A section of the locals claim that it is not just a family matter, all of them are associated with the Trinamool Congress, as a result of which a problem is created between them regarding the occupation of the area, and this unrest started on that day. According to Jinnat Sikh’s family sources, all of them are Trinamool supporters and the family alleged that Trinamool bombed another Trinamool group on this day. The area is being monitored by the police, during this afternoon at approximately 4.20 pm, a bomb exploded on the roof of a house in the area and a fire broke out in the pile of Pathakathi, creating a sensational situation once again, although the fire was extinguished by the efforts of the local and police administration. Locals are quite alarmed by the overall incident.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights