সিভিক এওয়ারড পুরস্কারে এক সিভিক ভলেন্টিয়ার


নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ মে দিবস উপলক্ষে সিভিক এওয়ারড পুরস্কারে এক সিভিক ভলেন্টিয়ার যুবককে সম্মানিত করলো বরাবাজার থানার আইসি। বর্তমানে সুষ্ঠু ও সুন্দরভাবে নিরাপত্তার কাজে সিভিক ভলেন্টিয়ার যুবকদের অংশগ্রহণ খুবই তাৎপর্য পুর্ন। পথ দুর্ঘটনা,পথ নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সমস্ত ক্ষেত্রেই এই সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব অপরিসীম। আর তাই এই সমস্ত কাজে বরাবাজার থানার পুলিশকে অকুল্ঠ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তুমড়াশো অঞ্চলের যামিনী মাহাতো নামে এক শিভিককে আজ বিশেষভাবে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বরাবাজার থানার আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

Own Correspondent, Purulia: On the occasion of May Day, the IC of Barabazar police station honored a young civic volunteer with the civic award. Nowadays, the participation of youth in civic volunteering is very significant in the work of fair and beautiful security. These civic volunteers are of immense importance in road accidents, road safety, and traffic control. And so a Shivika named Jamini Mahato of the Tumarasho area was specially awarded today for extending the hand of cooperation to Barabazar Police Station in all these works. Other police officers of Barabazar police station were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights