প্রবল প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই ডি এ-র দাবীতে নদীয়ায় বিক্ষোভ মিছিল, উপস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব কনভেনার ভাস্কর ঘোষ সহ অনেকে।


গোপাল বিশ্বাস, নদীয়া :- দীর্ঘ সময় বিভিন্ন সমস্যার মধ্যেও টানা আন্দোলনে বিক্ষোভ পেনডাউনের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে ডি এর দাবীতে আন্দোলন রত সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকার। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন, ডিএ-র সমস্যা তাতে মেটেনি। বৈঠক নিষ্ফল। এরপরই চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি কর্মীরা। এই পরিস্থিতিতে রাস্তায় নেমেছেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা, জেলায় জেলায় সংগঠন গড়ে তোলা এবং রাজ্যভিত্তিক কর্মসূচি জেলায় রূপায়িত করতে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। কো-অর্ডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, মে মাসের ৬ তারিখ দুপুর আড়াইটে নাগাদ নবান্ন অভিযান শুরু হবে সরকারি কর্মীদের। এর আগে জেলায় জেলায় বেশ কিছু কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্ব। জানানো হয়েছে, জেলা এবং ব্লক স্তরে এই আন্দোলন করবে প্রত্যেক সরকারি কর্মচারী। ডিএ-র পাশাপাশি সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতেও সরব হয়েছে কো-অর্ডিনেশন কমিটি। এই আবহে গত ২৭ তারিখ ব্লক স্তরের মিছিলের পর ২৮ ও ২৯ এপ্রিলও রাস্তায় নেমেছেন তারা। ২৮-২৯ এবং ৩০ তারিখ সব জেলার সদর দফতরের সামনে দু’দিনের ধরনা কর্মসূচি পালন করছে কো-অর্ডিনেশন কমিটি। সেই মতন আজ নদিয়া জেলার কৃষ্ণনগরের জেলখানার পাশে একতা ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে এক পদযাত্রা কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়। প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তাদের আন্দোলনের তীব্রতা ছিলো চোখে পড়ার মতন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ২ শতাধিক সরকারি কর্মচারী ছাতা মাথায় এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব কনভেনার ভাস্কর ঘোষ । এছাড়া উপস্থিত ছিলেন কিংকর অধিকারী, সৌরেন ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Gopal Biswas, Nadia:- The state government held a meeting with the government workers who were agitating on the demand of D after the protest was penned down for a long time despite various problems. However, the agitators said that the problem of DA has not been solved. The meeting was fruitless. After that, the government officials warned of extreme measures. In this situation, the members of the coordination committee have taken to the streets, they have taken various decisions to build the organization in the district and implement the state-based program in the district. It has been informed by the coordination committee that government workers will start the Navanna campaign on May 6 at 2.30 pm. Earlier, the coordination committee leadership has taken decisions on several programs in the district. It has been informed that every government employee will do this movement at the district and block levels. Besides the DA, the coordination committee has also moved to demand transparent recruitment for government vacancies. In this situation, after the block level march on the 27th, they took to the streets on the 28th and 29th of April as well. The coordination committee is holding a two-day dharna program in front of all district headquarters on 28-29 and 30. Similarly, today a march started from Ekta Club ground near Krishnanagar jail in Nadia district and ended at Krishnanagar Sadar Hospital junction. Ignoring the huge natural disaster, the intensity of their movement was visible. More than 200 government employees from different parts of the district participated in this procession with umbrellas. Bhaskar Ghosh, state leadership convener of Sangamri Joint Manch was present. Kingkar Adhikari, Sauren Bhattacharya and others were also present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights