গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়


নবদ্বীপঃ  ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর ২ নং মালোপাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায় এলাকার মালোপাড়া জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তি বু্ড়ো হালদারের বাড়িতে ঘটে এই ঘটনা। শুক্রবার সন্ধ্যার গৃহস্থের বাড়ির সদস্য রান্না ঘরে রান্না করতে যায়, ও গ্যাস জ্বালতেই ঘটে এই বিপত্তি, গৃহস্থের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌছায় এলাকা বাসী, এলাকার যুবকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ দমকলেও,খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন, ঘটনাস্থলে দমকলের কর্মীরা গিয়ে সিলিন্ডার টিকে সম্পুর্ন রূপে নিভিয়ে গৃহস্থের হাতে তুলে দেয়। সামগ্রিক ঘটনার জেড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য, কেননা ঐ এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি, ফলত আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে বড়সড় দূর্ঘটনা হওয়ারও সম্ভবনা ছিল প্রবল।

Nabadwip: The incident took place in the northern part of Nabadwip city, Old Mayapur No. 2 Malopara area. According to local sources, this incident took place at the house of Buro Haldar near Malopara GSFP Primary School in the area. On Friday evening, a member of the household went to cook in the kitchen, and this accident happened when the gas was lit. The local residents reached the spot after hearing the screams of the householder. The fire was brought under control by the efforts of the youth of the area. The fire brigade was also informed. The workers went and extinguished the cylinder completely and handed it over to the householder. As a result of the overall incident, there was intense excitement in the area, because the area is quite dense, as a result, if the intensity of the fire increased, the possibility of a major accident was also high.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights