নচিকেতা , ঋতুপর্ণা , মৌবনির উপস্থিতিতে স্বভূমির রাজকুটিরে হয়ে গেল মিস মিসেস ইণ্ডিয়া ২০২৩ প্রতিযোগিতা


ইন্দ্রজিৎ আইচ: কোলকাতা (৭ মে ‘২৩):- ভূ প্রকৃতি ও পরিবেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার তাগিদে ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে এই যুগের বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও অপর অভিনেত্রী মৌবনী সরকার, শুভাঙ্গী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিধাননগরের স্বভূমির রাজকুটীর-এ হয়ে গেল ‘ইণ্ডী রয়েল’-এর পরিচালনায় এবং ‘ট্রানিসটিকস ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ ও ‘লিটল হাব’ সহ একাধিক সংস্থার সহযোগিতায় ‘মিস মিসেস ইণ্ডিয়া ২০২৩’। আয়োজক সংস্থা ইণ্ডী রয়েল-এর পক্ষ থেকে রোলি ত্রিপাঠী জানিয়েছেন, “ষষ্ঠতম মিস মিসেস ২০২৩ নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্রতিযোগিতা মূলতঃ বিবাহিত ও অবিবাহিত নারীদের খেতাবী প্রতিযোগিতা।”

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিযোগিতার অন্যতম বিচারক নিতু সাহা জানিয়েছেন, ” ভারতীয় সংস্কৃতিকে না ভোলার কথা স্মরণ করাতে মোট ৫২ জন প্রতিযোগিনী ‘মিস’, ‘মিসেস’ এবং ‘ক্লাসিক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। ভার্চুয়াল ভাবে ৬ বার ও সামনাসামনি ৩ বার প্রশিক্ষণ দেওয়ার পর আজ মূল পর্বে ৪০ জন প্রতিযোগিনী অংশ নিয়েছেন। তিনটে বিভাগ থেকে তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যান্যদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, মঞ্চে প্রতিযোগিনী ও আয়োজকবৃন্দের যৌথ অনুরোধে দু কলি গানও নিজের গলায় গেয়ে শোনান নচিকেতা চক্রবর্তী।

Indrajit Aich: Kolkata (7 May ’23):- Prominent lyricist, composer, vocal artist, and music director of this era Nachiketa Chakraborty, Tollywood film industry heroine Rituparna Sengupta and another actress Maubani calling for the restoration of nature and environment and ecosystem restoration. ‘Miss Mrs. India 2023’ was organized by ‘Indi Royal’ and in collaboration with several organizations including ‘Tranistics Data Technologies Pvt Ltd’ and ‘Little Hub’ at Swabhoomi Rajkutir in Bidhannagar in the presence of the government, Shubhangi Dhar and other dignitaries. Roli Tripathi, on behalf of the organizer Indi Royal, said, “The sixth Miss Mrs. 2023, as the name suggests, is basically a title contest for married and unmarried women.” Talking to the media, Neetu Saha, one of the judges of the pageant said, “A total of 52 contestants applied to participate in the pageant in ‘Miss’, ‘Mrs’ and ‘Classic’ categories to remind us not to forget Indian culture. 6 times virtually and face to face. 40 contestants participated in the main round today after 3 rounds of training. Apart from awarding three winners from three categories, consolation prizes will also be given to others.” Incidentally, Nachiketa Chakraborty sang two Kali songs in her own voice at the joint request of the contestants and the organizers.

 

 

 

 

 

Useful Translation by Topics

  • Good afternoon! – শুভ অপরাহ্ন!
  • Excuse me. – মাফ করবেন
  • How are you? – তুমি কেমন আছ?
  • I am good, thank you! – আমি ভাল আছি, ধন্যবাদ।
  • What is your name? – তোমার নাম কি?
  • My name is Kamal. – আমার নাম হয় কামাল।
  • Where are you from? – তুমি কোথা থেকে আসছ?
  • I am from Bangladesh. – আমি বাংলাদেশ থেকে আসছি।
  • How old are you? – তোমার বয়স কত?
  • I am Twenty years old. – আমার বয়স বিশ বছর।
  • Thank you! – আপনাকে ধন্যবাদ!

 

 

  • You are welcome. – স্বাগতম।
  • I don’t know. – আমি জানি না।
  • What time is it? – কয়টা বাজে?
  • It’s 4 o’clock – ৪টা বাজে
  • I agree with you – আমি তোমার সাথে একমত
  • Do you speak English? – তুমি কি ইংরেজি বলতে পারো?
  • Can you speak more slowly? – তুমি কি আরেকটু ধীরে কোথা বলতে পার?
  • Goodbye! – বিদায়!
  • See you soon! – আবার দেখা হবে৷
  • Have a nice day! – দিনটি শুভ হোক।

 

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights