শুভেন্দু অধিকারী মিটিং-এর নাম করে ডেকে নিয়ে গিয়ে একদিনের জন্য বিজেপিতে যোগদান


মালদা: শুভেন্দু অধিকারী মিটিং-এর নাম করে ডেকে নিয়ে গিয়ে তাদের যোগদান করিয়েছিলেন। তবে তারা ভুল বুঝতে পেরে অভিষেক ব্যানার্জীর হাত ধরে আবার তৃণমূলে এসেছেন। জানালেন মালদা জেলা পরিষদের সদস্য পিংকি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভুল বুঝিয়ে আমাদের মিটিং এর নাম করে নিয়ে গিয়ে যোগদান করিয়েছিলেন। এরপর থেকে বিজেপির কোন নেতা-নেত্রী আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমরা বিজেপির কোন অনুষ্ঠানে অংশ নেয়নি। আমরা যে এক চক্রান্তের শিকার হয়েছিলাম সেটা বুঝতে পেরেছি। ‌তাই মা মাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হতে অভিষেক ব্যানার্জীর হাত ধরে আবার তৃণমূলে ফিরে এসেছি। বুধবার দুপুরে মালদা শহরের বাঁধ রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সদ্য তৃণমূলে আশা, মালদা জেলা পরিষদের সদস্য পিঙ্কি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো। উল্লেখ্য তৃণমূলের প্রতীকে গত পঞ্চায়েত নির্বাচনে মালদার বামনগোলা এক নম্বর জেড পি থেকে জয়ী হয়েছিলেন পিংকি সরকার মাহাতো। মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। গত বিধানসভা ভোটের মুখে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন মালদার বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব। তার সাথে যোগদান করেছিলেন পিংকি সরকার মাহাতো এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিহর মাহাতো। অবশেষে গত ৩ তারিখ মালদার সামসি মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত ধরে তাঁরা দুজন যোগদান করেন। তৃণমূলে আসার পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তারা। পিংকি সরকার মাহাতো এবং হরিহর মাহাতো জানান, তারা চক্রান্তের শিকার হয়েছিলেন। তবে ভুল বুঝতে পেরেছেন। তাই অভিষেক ব্যানার্জীর হাত ধরে আবার তারা তৃণমূলে ফিরে এসেছেন। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, বিজেপি দলটাই শুধু প্রতিশ্রুতি দেয় মানুষকে ভুল বোঝায়। মানুষ এখন বুঝতে পেরেছে বিজেপির রাজনীতি। তাই বিগত দিনে যারা ভুল করেছিলেন তারা আবার আমাদের দলে ফিরে আসেন। একমাত্র মা মাটি মানুষের সরকারিই মানুষের পাশে থাকে। প্রতিশ্রুতি দেয় না উন্নয়ন করে।

Malda: Shuvendu Adhikari called the meeting and made them attend. However, they realized their mistake and came back to the grassroots holding Abhishek Banerjee’s hand. Said Malda Zilla Parishad member Pinki Sarkar Mahato and her husband Harihar Mahato. The leader of the opposition, Subhendu Adhikari, made us join by mistake the name of the meeting. Since then no BJP leaders have contacted us nor have we participated in any BJP function. We realized that we were the victims of a conspiracy. That is why I have returned to the grassroots holding Abhishek Banerjee’s hand to participate in the development of the government of Mother Earth. Malda district council member Pinki Sarkar Mahato and her husband Harihar Mahato told reporters in the Bandh Road area of ​​Malda city on Wednesday afternoon. It is to be noted that Pinki Sarkar Mahato won from Malda Bamongola’s number one ZP in the last panchayat election on the symbol of Trinamool. He was the Forest and Land Officer of Malda Zilla Parishad. A number of Trinamool leaders from Malda joined the BJP at the hand of Shuvendu Adhikari in the face of the last assembly polls. He was joined by Pinki Sarkar Mahato and Trinamool Congress general secretary Harihar Mahato. Finally, on the last 3rd, they both joined the hands of All India Trinamool Congress general secretary Abhishek Banerjee at Samsi ground in Malda. After coming to Trinamool, they faced the journalists on Wednesday. Pinki Sarkar Mahato and Harihar Mahato said they were victims of the conspiracy. But misunderstood. So they have returned to the grassroots again holding the hand of Abhishek Banerjee. Malda District Trinamool Congress president Abdur Rahim Bakshi said that the BJP party only makes promises and misleads people. People now understand BJP’s politics. So those who made mistakes in the previous days came back to our team. Only the government of mother earth stands by the people. Development does not promise.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights