সাড়ম্বরে উদযাপিত হলো চণ্ডীতলা প্রম্পটারের ২৩ তম বর্ষপূর্তি পালন সন্ধ্যা


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি ২৩তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে চন্ডীতলা প্রম্পটার ডাকবাংলো মুক্তমঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রিয়াঙ্কা ঘোষের পরিচালনায় আলাপ নৃত্যালয়ের শিল্পীদের চমৎকার নৃত্য পরিবেশনের পর প্রতিবছরের মতো এবছর “বিভা রানী স্মৃতি সম্মাননা ২০২৩” প্রদান করাহয় এলাকার জন নায়ক, কবি, সাহিত্যিক ও একনিষ্ঠ সমাজ সেবক ডঃ সুবীর মুখোপাধ্যায় এর হাতে।বর্ষীয়ান সদস্য ডঃ অজয় পাল তুলে দেন এই স্মারক। স্মারক প্রত্ৰ পাঠ করেন সুরজিৎ কোলে, উপহার তুলেদেন চণ্ডীতলা প্রম্পটার এর সম্পাদক প্রদীপ রায়ের ৮৬ বছরের পিতা কানাই লাল রায়। কৌশিকি ভট্টাচার্য্য, নিশিকা সামন্ত একক নৃত্য, পিয়ালী ব্যানার্জী ও আদিত্য রায় ও অসিত রায়ের কন্ঠে গান সকল শ্রোতা দর্শকদের মুগ্ধ করে। এরপর রাজস্থানের নাট্যদল রঙ্গ সংস্কার থিয়েটার দল প্রযোজিত ও সঞ্জয় চট্টোপাধ্যায় নির্দেশিত নাটক ভোরের আশায়। নির্দেশনা ও একক অভিনয়ে মোনালিসা দাস। করোনা কালীন সময়ে একটি পোশাকের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ ছিল নাটকের মূল বক্তব্য। অসাধারণ অভিনয় করেছেন মোনালিসা দাস। সবশেষে চন্ডীতলা প্রম্পটারের এবছরের নিজস্ব প্রযোজনা “মুক্তিসূর্য ক্ষুদিরাম” নাটকটি মঞ্চস্ত হয়। নাটক ও নির্দেশনায় ছিলেন দলের কর্ণধার প্রদীপ রায়। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল যাঁদের আত্মবলিদানে, তাঁদের মধ্যে সর্ব কনিষ্ঠ হলো ক্ষুদিরাম বসু। তাঁর জন্ম থেকে ফাঁসি পর্যন্ত যে জীবনের ট্রাজেডি ও ঘটনাগুলোকে যেভাবে আলোকপাত করা হয়েছে এই নাটকে তা এককথায় অপূর্ব। তিন বছরের শিল্পী থেকে ৮৬ বছরের শিল্পী অভিনয়ে মাতিয়ে দিয়েছে এই নাটকে। যা এককথায় অনবদ্য। সবমিলিয়ে একদিনের এই নাট্যদলের আয়োজন ছিলো চোখে পড়ার মতন। এর জন্য সাধুবাদ জানাই দলের প্রাণপুরুষ অভিনেতা ও পরিচালক প্রদীপ রায়কে।

Indrajit Aich: recently organized a delightful cultural program on the 23rd Anniversary Festival at Dakbungalow Muktamanch, Chanditala Prompter. After the excellent dance performance by the artists of Alap dance under the direction of Priyanka Ghosh, this year like every year “Biva Rani Smriti Sammanna 2023” was presented by the local hero, poet, literary, and devoted social worker Dr. Subir Mukhopadhyay. Senior Member Dr. Ajay Pal presented this memorial. The commemorative letter was read by Surjeet Kole, Kanai Lal Roy, 86 years old father of Pradeep Roy, editor of Chanditala Prompter presented the gift. Kaushiki Bhattacharya, Nishika Samant’s solo dance, Piyali Banerjee, Aditya Roy, and Asit Roy’s vocal songs enthralled the audience. Then the drama Bhor Asha, produced by Rajasthan’s theater troupe Ranga Sanskar Theater Dal and directed by Sanjay Chattopadhyay. Monalisa Das directed and acted solo. The main point of the drama was to express the feelings of life suffering during the Corona period centered on a clothing store. Monalisa Das acted wonderfully. Finally Chanditala Prompter’s own production of this year’s play “Muktisurya Khudiram” was staged. Pradeep Roy was the leader of the team in drama and direction. Khudiram Bose is the youngest among those whose self-sacrifice brought India’s independence. The way in which the tragedy and events of his life from his birth to his execution are brought to light in this play is simply fantastic. 86 years old artist from three years old artist has beaten in this play. Which is simply perfect. All in all, the organization of this theater group for one day was a sight to behold. Kudos to actor and director Pradeep Roy for this.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights