গুডএস ফর গুড হেলথ


সৌমী সেন : কথায় বলে “স্বাস্থ্যই সম্পদ”। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কোন কিছুই ঠিকঠাক থাকে না। কোন মানুষের যদি শরীর খারাপ থাকে, তাহলে সে কোন কাজই ঠিক মত করতে পারে না। শরীরকে ভালো রাখতে গেলে দরকার সঠিক চিকিৎসা এবং অবশ্যই কিছু নিয়ম পালন। শরীর ঠিক রাখতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যাঁরা পালন করেন তাঁরা হলেন চিকিৎসক। বর্তমানে যেমন অনেক নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে ঠিক তেমনি অনেক নতুন হসপিটালও গড়ে উঠেছে। ঠিক এইরকমই এক নির্ভরযোগ্য হসপিটাল হলো কলকাতার কেষ্টপুর অঞ্চলে অবস্থিত “গুডএস হসপিটাল”। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই হসপিটালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে হসপিটাল কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ডক্টর ক্ষেত্র মাধব দাস। এছাড়াও এই দিন এই হসপিটালের নেফ্রলজি বিভাগে একটি ডায়ালিসিস ইউনিট চালু করা হয়। চিকিৎসা খরচ বা ঔষধপত্র সবকিছুই এখানে পাওয়া যায় মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্বাস্থ্যসাথী কার্ডও উপলব্ধ এখানে। প্যাথলজি রেডিওলজি নেফ্রলজি কার্ডিওলজি। ওপিডি, ইএনটি, চাইল্ড কেয়ার, গাইনোকোলজি সহ সমস্ত রকম চিকিৎসা পরিষেবা উপলব্ধ । সংস্থার কর্ণধার সোমা চক্রবর্তী জানালেন করোনার সময় শুধুমাত্র আইসোলেশন ইউনিট তাঁরা চালু করেছিলেন, ধীরে ধীরে এখন এই হসপিটালে সমস্ত রকম পরিষেবা মিলছে। আগামীদিনে তাঁরা আরো ভালো স্বাস্থ্যপরিসেবা দিতে বদ্ধপরিকর।

Sowmi Sen: As the saying goes “Health is wealth”. If health is not right then nothing is right. If a person has a bad body, then he cannot do any work properly. In order to keep the body healthy, it is necessary to have proper treatment and follow certain rules. Doctors play the most important role in keeping the body healthy. Currently, as many new medical methods have been discovered, many new hospitals have also been built. One such reliable hospital is “GoodS Hospital” located in the Keshtapur area of ​​Kolkata. Recently, the second anniversary of this hospital was celebrated through a press conference. In addition to the hospital authorities, various specialist doctors were present on the occasion, one of them being Dr. Kshetra Madhav Das. Also on this day, a dialysis unit was launched in the nephrology department of this hospital. Medical expenses or medicines are all available here within the affordability of the middle class. And government-assisted health card is also available here. Pathology Radiology Nephrology Cardiology. All types of medical services are available including OPD, ENT, Child Care, and Gynecology. The leader of the organization, Soma Chakraborty, said that during Corona, they started only the isolation unit, slowly now all kinds of services are available in this hospital. They are determined to provide better healthcare services in the future.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights