প্রকাশিত হলো জানভী জৈনের কবিতার বই ” ইন হার ঔন ওয়ার্ড”


ইন্দ্রজিৎ আইচঃ মাত্র ১৩ বছর বয়স থেকেই জানভী জৈনের কবিতা লেখার সখ। স্কুলের ম্যাগাজিনে অনেকবার কবিতা ছাপা হয়েছে। এক সাক্ষাৎকারে জানভী জানালো তার প্রিয় কবি উইলিয়াম শেক্সপিয়ার, কবিতা লেখার পাশাপাশি ইকোনোমিক্স নিয়ে মাস্টার্স করতে বাইরে যাচ্ছে। বাবা ও মা খুব উৎসাহ দিয়েছেন কবিতা লেখার জন্যে। আজ সল্টলেক এর এক হোটেলে বি এফ সি প্রকাশন থেকে প্রকাশিত হলো তার প্রথম কবিতার বই ” ইন হার ঔন ওয়ার্ড”। বইটি তে ৮১ টি কবিতা আছে। প্রেম, বিরহ, জীবনের নানা মুহূর্ত, ভালো মন্দ মিলিয়ে তার ইংরেজিতে লেখা কবিতা গুলো পড়তে মন্দ লাগে না। কোনটা ছন্দের কোনটা ছন্দ বিহীন নানা কবিতায় সমৃদ্ধ এই কবিতার বই সকল কবিতা প্রেমীর মন ভরাবে। আজ এই কবিতার বইটি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল, আবৃত্তিকার রায়া ভট্টাচার্য, মুম্বাই এর গায়ক প্রশান্ত অনিল সমাধার, রেখা দুগার। বইটি সকলের সংগ্রহের যোগ্য। দাম ১৮৮ টাকা। অন লাইনেও এই বই পাওয়া যাবে।

Indrajit Aich: Janvi Jain’s passion for writing poetry started at the age of 13. The poem has been published many times in the school magazine. In an interview, Janvi said that her favorite poet, William Shakespeare, is going out to do a Master’s in Economics besides writing poetry. My Father and mother encouraged me to write poetry. His first book of poetry “In Her Own Word” was published by BFC Publications today at a hotel in Salt Lake. There are 81 poems in the book. It is not bad to read his poems written in English about love, sadness, and different moments of life, good and bad. Rich in various poems, some with rhyme and some without rhyme, this poetry book will fill the heart of all poetry lovers. Popular actress Chaiti Ghoshal, reciter Raya Bhattacharya, Mumbai singer Prashant Anil Samadhar, and Rekha Dugar published this poetry book today. The book is worth collecting. The price is 188 rupees. This book is also available online.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights