ইশরের যোগ দিবস পালন অনুষ্ঠান


ইন্দ্রজিৎ আইচ: ২১ এ জুন ২০২৩ যোগ দিবস উপলক্ষে মার্বেল প্যালেস ভবনে (মেনকা সিনেমার পাশে), ‘ইশরে’ ( ISHRAE – Indian Society of Heating Refrigerating and Airconditioning Engineers) একটি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ‘যোগমন্ত্র’। ঐদিন আন্তর্জাতিক যোগা দিবসের পালন অনুষ্ঠান হয়।
‘যোগমন্ত্র’ শব্দটির মধ্যে যেন পবিত্র মন্ত্র উচ্চারণের ধ্বনি অনুরণিত হয়। ‘যোগমন্ত্র’ প্রতিষ্ঠানটির জন্ম, ২০০৯ সালে। প্রতিষ্ঠাত্রী বিপাশা ভট্টাচার্য।তিনি তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য সুদৃঢ় হাত ধরেছেন, পেয়েছেন গুরুর অকৃত্রিম স্নেহ। ফলস্বরূপ ‘যোগমন্ত্র’-র পথচলা হয়ে উঠেছে সুগম। সে সময় স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে যোগা ট্রেনিং সম্বন্ধে বিশেষ ধ্যানধারণা ছিল না। সেটু তুলে ধরার জন্যই ‘যোগমন্ত্র’ সৃষ্টির পরিকল্পনা। ফলে সব বয়সরেহ মানুষ অল্পবিস্তর উপকৃত হয়েছেন। প্রত্যেক মানুষের সুস্থ জীবন যাপনের জন্য, শরীর সুস্থ রাখার জনয এই যোগা ট্রেনিং খুবই কার্যকরী। এইদিন ‘ইশরে’ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে ‘যোগমন্ত্র’-র সহযোগিতায় ‘ওয়েলনেস ইভেন্ট’ পালন করল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ‘ইশরে’-র প্রেসিডেন্ট এমেরিটাস (President Emeritus) শ্রীমনোজ চক্রবর্তী মহাশয় এবং ‘ইশরে’-র বিভিন্ন সদস্যবৃন্দ।
‘যোগমন্ত্র’-র তরফ থেকে তাদের কর্ণধার বিপাশা ভট্টাচার্য এবং তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাসনের উপকারিতা সম্বন্ধে তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তাঁরা বিভিন্ন যোগা-র যেমন ফেসযোগা ( Face Yoga ) , পাওয়ারযোগা ( Power Yoga ) , যোগা ফর ওয়েট লস ( Yoga for Weight Loss ) , যোগা ফর হেল্থ ইস্যুস ( Yoga for Health issues ) , সর্বোপরি মেডিটিশনের ( Meditation ) বিভিন্ন উপকারিতা সম্বন্ধে ব্যাখ্যা ও ডেমনেস্ট্রেশন দেন। ডেমনেস্ট্রেশনে সহযোগিতা করেন মৌমিতা মজুমদার, অভিজিৎ ঘোষ ও রুমা ব্যানার্জি। ডায়াটেশিয়ান হিসেবে ছিলেন ময়ূরী রায়। ‘যোগমন্ত্র’-র তরফ থেকে রীনা ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। ‘যোগমন্ত্র’-র তরফ থেকে মনোজ চক্রবর্তী এবং শঙ্খ ভট্টাচার্য কে সম্মাননা জ্ঞাপন করা হয়। ‘ইশরে’-র তরফ থেকে ‘যোগমন্ত্র’-র কর্ণধার বিপাশা ভট্টাচার্য এবং তাঁর গুরু অর্ঘ্য ভট্টাচার্য মহাশয়কে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন, ‘ইশরে’-র কলকাতা চ্যাপ্টারের সভাপতি শঙ্খ ভট্টাচার্য এবং সদস্যবৃন্দ।

Indrajit Aich: On the occasion of Yoga Day on 21st June 2023 at Marble Palace Bhavan (next to Menka Cinema), ‘ISHRAE’ (ISHRAE – Indian Society of Heating Refrigerating and Airconditioning Engineers) organized an event. The organized program was supported by ‘Yogamantra’. International Yoga Day was celebrated on that day. Let the sound of reciting the holy mantra resonate within the word ‘Yogamantra’. The organization ‘Yogamantra’ was born in 2009. Founder Bipasha Bhattacharya. She held the firm hand of her Guru Arghya Bhattacharya and received the Guru’s genuine love. As a result, the path of ‘Yogamantra’ has become smooth. At that time there was no special idea about yoga training among the people of the local area. The plan to create ‘Yogamantra’ is to highlight this. As a result, people of all ages have benefited a little. For every person to lead a healthy life, this yoga training is very effective to keep the body healthy. On the occasion of International Yoga Day, ‘Isre’ celebrated a ‘Wellness Event’ in collaboration with ‘Yogamantra’. The chief guest of the program was the President Emeritus of ISHRAE Mr. Srimanoj Chakraborty and various members of Isre. On behalf of ‘Yogamantra’, their leader Bipasha Bhattacharya and his guru Arghya Bhattacharya were present on the occasion and expressed their well thought out views on the benefits of yoga. They explain the various benefits of different yoga such as face yoga, power yoga, yoga for weight loss, yoga for health issues, above all meditation. Give a demonstration. Moumita Majumder, Abhijit Ghosh and Ruma Banerjee assisted in the demonstration. Mayuri Roy was the dietitian. Reena Bhattacharya conducted the entire program on behalf of ‘Yogamantra’. Manoj Chakraborty and Shankha Bhattacharya were felicitated by ‘Yogamantra’. Bipasha Bhattacharya, master of ‘Yogamantra’ and his Guru Arghya Bhattacharya Mahashay, were honored by ‘Isre’. Shankha Bhattacharya, President of Kolkata Chapter of ‘ISHARE’ and members were in charge of conducting the entire program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights