শিশির মঞ্চে প্রকাশিত হলো সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত শ্রুতি নাটকের বই ” একালের শ্রুতিনাটক “


সাংবাদিকতার জগতে ইন্দ্রজিৎ আইচ খুব পরিচিত মানুষ। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করছেন। তার সাংবাদিকতার জগতে দেখতে দেখতে ২৮ বছর অতিক্রান্ত। প্রকাশিত হয়েছে তার তিনটি কবিতার বই “শব্দের বর্ণমালা”, “স্মৃতির স্মরণী ধরে”, “অনন্ত উর্মিমাল”। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে “ধর্ষণ এক সামাজিক ব্যাধি”, নাচ শিখতে হলে”, প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে অনন্য সৌমিত্র, স্কুল , কলেজ ও ক্লাবের নাটক। পাশাপাশি তিনি একজন জাদুকর। ছোটোবেলা থেকে তিনি ম্যাজিক দেখান। সেই ম্যাজিক নিয়ে তিনি বই লিখেছেন ” যাদু বিজ্ঞানের অন্তরালে “। অনেকগুলি বই ইতি মধ্যে বিভিন্ন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ইন্দ্রজিতের। গত ২২ এ জুন বৃহস্পতিবার কলকাতার শিশির মঞ্চে সন্ধায় প্রকাশিত হলো পাণ্ডুলিপি প্রকাশন থেকে ৫১ জন শ্রুতি নাট্যকারদের নিয়ে ইন্দ্রজিৎ আইচ এর সম্পাদনায় “একালের শ্রুতি নাটক” বইটি। পাণ্ডুলিপি থেকে প্রকাশিত সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত সারা বাংলার ৫১ জন শ্রুতি নাট্যকার এই বইয়ে শ্রুতি নাটক লিখেছেন। প্রায় ৪৫০ পাতার এই সংকলিত গ্রন্থ ” একালের শ্রুতি নাটক” এর দাম ৪৩০ টাকা। শিশির মঞ্চে বইটির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার রাসবিহারী র বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার, কবি, সাহিত্যিক ও প্রাক্তন অধ্যাপিকা কৃষ্ণা বসু, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন , জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল , বিখ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, জনপ্রিয় সঙ্গীত পরিচালক কল্যাণ সেনবরাট এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও কলকাতা দূরদর্শনের বার্তা সম্পাদক স্নেহাশিস সুর। সকল অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন ইন্দ্রজিৎ আইচের সহধর্মিণী কেকা আইচ। কেকা আইচ একটি রবীন্দ্র সঙ্গীত ” তোমার এই মাধুরী ” পরিবেশন করেন। সকল অতিথি ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত এই বই ” একালের শ্রুতিনাটক ” প্রকাশ করেন ও তার ভুয়সী প্রশংসা করেন ও সকলেই বলেন ইন্দ্রজিৎ বহুমুখী প্রতিভার অধিকারী। বিভিন্ন ধরনের বই তিনি সম্পাদনা করে চলেছেন সাংবাদিকতার পাশাপাশি। অনুষ্ঠানে এই বইতে যে শ্রুতি নাট্যকাররা লিখেছেন তারাও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন অঙ্গন বেলঘরিয়ার নাট্য নির্দেশক অভি সেনগুপ্ত।

Indrajit Aich is a very well-known person in the world of journalism. He has been writing in various newspapers since 1996. 28 years have passed in his world of journalism. Three of his books of poetry “Shabder Varnamala”, “Smriti Samari Dhane”, and “And Anant Urmimal” have been published. His edits include “Rape as a Social Illness”, Naach Chihni Hala”, and the unique Soumitra, school, college, and club play on the late legendary actor Soumitra Chattopadhyay. He is also a magician. He has been performing magic since childhood. He has written books on that magic.” Indrajit’s books have been published by various publications in the past. Last Thursday, June 22, the evening of Calcutta Shishir Manch published the book “Ekalar Shruti Natak” edited by Indrajit Aich with 51 Shruti dramatists from Manuscript Publications. Published by Journalist Manuscript. Edited by Indrajit Aich, 51 shruti dramatists from all over Bengal have written shruti dramas in this book. The price of this book “Ekaler Shruti Natak” about 450 pages is Tk 430. The official inauguration of the book was attended by MLA and Mayor Parishad Debashis Kumar of South Kolkata Rasbihari, poet. , writer and former professor Krishna Bose, film director Ashok Viswanathan, popular actress Chaiti Ghoshal, famous actor Sudeep Mukhopadhyay, popular music director Kalyan Senbarat and Calcutta Press Club president and Calcutta Doordarshan news editor Snehashis Sur. Keka Aich, wife of Indrajit Aich welcomed all the guests with greetings. Keka Aich performed a Rabindra song “Tomar Ae Madhuri”. All the guests released the book ” Ekal Shrutinatak ” edited by Indrajit Aich and praised it and everyone said that Indrajit is multi-talented. He has been editing various books along with journalism. Shruti dramatists who wrote in this book were also present on the occasion. Angan Belgharia theater director Abhi Sengupta was in charge of directing the entire program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights