মালদহ: গণনা কেন্দ্র থেকে ব্যালট বক্স চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের জেলা স্কুলে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামীকে মার পুলিশের। এ দিন জেলা স্কুলের গণনা কেন্দ্রে শোভানগর গ্রাম পঞ্চায়েত আসনের গণনা চলছিল। অভিযোগ, পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনের প্রার্থী আফসানা পারভিনের স্বামী শেখ জামিল হাসান ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে তাড়া করে আটক করে। মারধরও করা হয় তাঁকে, দাবি প্রার্থীর।
Malda: Tension prevailed in a district school in Malda over allegations of an attempt to steal ballot boxes from a counting center. Tmc panchayat samiti candidate’s husband beaten up by police. The counting of the Shobhanagar gram panchayat seat was underway at the counting center of the district school. It is alleged that Sheikh Jamil Hasan, husband of Afsana Parvin, a candidate for the panchayat samiti-3 seat, tried to escape with the ballot box. The police chased him and detained him. He was also beaten up, the candidate claimed.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.