বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে খুন যুব তৃণমূল কর্মী


জাহেদ মিস্ত্রী, বাসন্তী :- গত শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে এক যুব তৃণমূল কর্মী। নিহত ওই তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মোল্লা। তাঁর বয়স ৪০ বছর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে খবর শনিবার বিশেষ কাজের জন্য ক্যানিংয়ে এসেছিলেন রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরীশখালি গ্রামের যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। এদিন রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাতরাখালি-ঘাগরামারি এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়েন।রাতের অন্ধকারে গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে আসে। দেখা যায় জিয়ারুলের মাথায় গুলি লেগেছে। এলাকায় যুব তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত ছিল নিহত ওই ব্যক্তি। এই খুনের ঘটনার মৃতের ছেলে মিজানুর মোল্লার অভিযোগ তৃণমূলের মাদার গোষ্ঠীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুততার সাথে পুলিশে গাড়ি করে চিকিৎসার জন্য জিয়ারুলকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চলে আসেন পুলিশ। সাথে সাথে সেখানে আসেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি হাসপাতালে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তবে শেষ রক্ষা হয়নি। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই যুব তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মৃতের পরিবারের লোকজন শোকে কান্নায় ভেঙে পড়েন হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে মৃত তৃণমূল কর্মীর ছেলে মিজানুর মোল্লা বলেন,আমার বাবা যুব তৃণমূল করতো। মাদার তৃণমূলের যারা গুলি করে মারলো তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।

ঘটনার বিষয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন,বাসন্তীতে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃতের পরিবারকে অভিযোগ জানাতে বলা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। রবিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস, নিহত জিয়ারুল মোল্লার মেয়ের সঙ্গে যোগাযোগ করে বলেন আজ সোমবার তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন,সেই মতো সকাল থেকে পড়িবারের সদস্যরা বাড়িতে থাকেন সকাল থেকে, দুপুর 2টোর সময় জানতে পারে বাড়ির পাশে থেকে ঘুরে গেছেন, কিন্তু তাদের বাড়ি আসেনি,তখন খুন হওয়া তার বড়ো মেয়ে পুলিশের উপরে এবং পাটির লোকদের উপরে রাগ উগ্রে দেন। শেষ মেষ রাজ্যপালের পি এ নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্যানিং গেস্ট হাউসে আসতে বলে। সঙ্গে সঙ্গে জিয়ারুলের বড়ো মেয়ে মনোয়ারা পিয়াদা, তার ছেলে মিজানুর মোল্লা,সহ তিন জন এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়ে, মেয়ে মনোয়ারা পিয়াদা। তার পর রাজ্যপাল তাদের সব কথা শুনে আশ্বাস দেন রাজ্যপাল। রাজ্যপালের কথা শুনে নিহত পরিবারের মেয়ে, এবং তার ছেলে বেরিয়ে যায়। রাজ্যপাল নিহত জিয়ারুল মোল্লা নাতনির পড়া শুনার জন্য 40 হাজার আর্থিক সাহায্য দেন।

Zaheed Mistry, Basanti: – A youth Trinamool activist was shot dead last Saturday night. The name of the deceased Trinamool worker is Ziarul Molla. He is 40 years old. The incident took place on Saturday night in Phulmalanch village panchayat area of ​​Basanti police station. According to family and police sources, Yuva Trinamool activist Ziarul Mollah of Khirishkhali village of Ramchandrakhali panchayat came to Canning on Saturday for a special work. He was returning home that night. Miscreants shot at him in the dead of night in Chatrakhali-Ghagramari area of ​​Phulmalanch panchayat. He collapsed in a bloody state on the spot. Hearing the sound of gunshots in the darkness of the night, the people around came out. It can be seen that Ziarul was shot in the head. The deceased person was known as Yuva Trinamool Congress worker in the area. The complaint of the deceased’s son Mizanur Molla against the mother group of Trinamool. The police of Basanti police station reached the spot after receiving the information. After being rescued in a bloody state, Ziarul was rushed to Canning Hospital for treatment by the police. The police came to the hospital. Immediately, Canning sub-divisional police officer Dibakar Das, Canning police station IC Sougat Ghosh along with a large police force came there. Canning West MLA Pareshram Das also came to the hospital. But the end was not saved. Doctors at the Canning Sub-Divisional Hospital declared the youth activist dead. Hearing the news of the death, the family members of the deceased burst into tears in the hospital. Regarding the incident, Mizanur Molla, the son of the deceased Trinamool worker, said, “My father used to do Yuva Trinamool. Those who shot and killed Mother Trinamool should be punished.

Regarding the incident, Canning Divisional Police Officer Dibakar Das said, “One person has died in firing in Basanti. The family of the deceased has been asked to file a complaint. Besides, the dead body has been sent for post-mortem and the investigation of the incident has started. On Sunday night, Governor CV Anand Bose contacted the daughter of the deceased Ziarul Mollah and said that he will meet their family today on Monday. Then his elder daughter, who was killed, vented her anger on the police and the villagers. The last sheep governor’s PA contacted the family of the deceased and asked them to come to the Canning Guest House. Immediately Ziarul’s eldest daughter Monowara Paida, his son Mizanur Molla, three people came and met the governor. Holding the governor’s feet and burst into tears, daughter Manowara Piada. After that the governor heard all their words and assured the governor. The daughter of the deceased family hears the governor, and her son leaves. The governor gave 40,000 financial aids for the education of the deceased Ziarul Molla’s granddaughter.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights