ব‌ই ঘর উদ্বোধন


নিজস্ব সংবাদঃ শিক্ষাই বহন করে জাতির পরিচয় ,আজ যখন‌ চারিদিকে মানুষ ক্রমশ‌ই যান্ত্রিক‌ হয়ে‌ পড়ছে সেখানে দাঁড়িয়ে জৈন‌ ফুটিস্টিক‌ একাডেমী‌ তাদের নব নির্মিত লাইব্রেরীর উদ্বোধন দিনে এই বার্তাই দিলো মানুষের এখনও পরম বন্ধু ব‌ই‌ , মানুষ যতো‌ই যান্ত্রিক‌ হয়ে যাক‌ না কেনো মানুষকে ব‌ইয়ের কাছে ফিরতে হবেই‌। এবং এই ব্যাপারে আলোকপাত‌ও করেন বিশিষ্ট অভিনেত্রী কণিনিকা‌ বন্দ্যোপাধ্যায়‌‌ ছাড়াও উপস্থিত অন্যান্য‌ বিশিষ্ট ব্যক্তিরাও‌ বর্তমান সময়ে সাথে মোবাইল ফোনের থেকে ব‌ইয়ের গুরুত্ব যে কতোটা সেই বিষয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন ‌‌। মানুষ এখন প্রযুক্তির‌ সাহায্য‌ নিয়ে প্রতিটা কাজ করে সেখানে ব‌ই / গ্ৰন্থাগার‌ থাকে‌ ব্রাত্য‌।জৈন‌ ফুটিস্টিক‌ একাডেমী আজ তাদের ব‌ই ঘর উদ্বোধনের মাধ্যমে এই বার্তাই দিলো মানুষের এক এবং একমাত্র আশ্রয় হচ্ছে ব‌ই ‌। মানুষ যেনো‌ যন্ত্রের‌‌ দাশ‌ না হয়ে পড়ে ‌।এই সচেতনতামূলক‌ অনুষ্ঠান আর‌ও বেশি করে হ‌ওয়ার‌ প্রয়ৈজন আছে‌। বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার পোষিত‌ গ্ৰন্থাগারগুলো যাতে‌ ব‌ইয়ের গুরুত্ব এবং গ্ৰন্থাগারের প্রয়োজনিয়তা‌ অনুভব করতে পারে ‌।

Own news: Education carries the identity of the nation, today when people are becoming increasingly mechanized, Jain Footistic Academy on the inauguration day of their newly built library gave this message that books are still the best friend of people, no matter how much people become mechanized, people have to return to books. And also shed light on this issue apart from famous actress Kaninika Banerjee, other prominent people present also play a significant role in the matter of the importance of books over mobile phones in the present time. People now do every work with the help of technology, there are books/libraries. Jain Footistic Academy today gave this message by inaugurating their book house that books are the one and only shelter of people. People should not become slaves of machines. This awareness program should be more and more. Especially the libraries maintained by the government of West Bengal so that they can feel the importance of books and the need of libraries.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights