উড়িষ্যার রেল দুর্ঘটনার এক মাস পর, অবশেষে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলো করণদিঘির শ্রমিক আনজুরুল হকের দেহ !


করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়া : ২রা জুন তারিখটি ছিল ভারতের এক কালো দিন। এই দিন রাতে উড়িষ্যার বালেশ্বরে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মোট আহত এবং মৃতের সংখ্যা আন্দাজ করা কঠিন। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে সমগ্র ভারতের বিভিন্ন প্রান্ত। শতাধিক পরিযায়ী শ্রমিক ফিরছিলেন নিজ রাজ্যে। কিন্তু ফেরা হয়নি অনেকের, তারা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এমনই এক পরিযায়ী শ্রমিক আনজাল হক। রেল দুর্ঘটনার কেটে গিয়েছে এক মাস, অবশেষে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলো করণদিঘির পরিযায়ী শ্রমিক আনজাল হকের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, আনজাল হক ব্যাঙ্গালোর থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু উড়িষ্যার বালেশ্বরের রেল দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তারপর তার পরিবারের লোকজন সেখানে গিয়ে খোঁজ খবর নিলেও, তার কোন সন্ধান পাননি। প্রথম সপ্তাহেই ডিএনএ পরীক্ষা করে আছেন আনজুরুল হকের বড় দাদা আতাউর রহমান, ডিএনএ টেস্ট অনুযায়ী আনজালের দেহ সনাক্ত করা হয় । উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা প্রাসাদপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার অবশেষে কফিনবন্দী হয়ে বাড়ি ফিরল তার নিথর দেহ। এদিন প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায় তার বাড়ি ঘিরে। তার বাড়িতে বৃদ্ধ মাতা পিতা ও তার তিনটি ছোট ছোট সন্তান রয়েছে। উড়িষ্যার রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে বহু প্রাণ, বাবাকে পাওয়ার বদলে ছোট্ট সন্তানেরা পেয়েছে বাবার নিথর দেহ, কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Karandighi: Mohammad Zakaria: June 2 was a black day in India. A terrible train accident took place in Orissa’s Baleshwar this day and night. It is difficult to estimate the total number of injured and killed in this accident. Different parts of India witnessed this tragic train accident. Hundreds of migrant workers were returning to their home states. But many did not return, they did not cross the country of return. One such migrant worker is Anzal Haque. A month has passed since the train accident, the body of Karandighi migrant worker Anzal Haque has finally returned home in a coffin. According to family sources, Anjal Haque was returning home from Bangalore as a migrant worker. But he was missing since the train accident in Baleshwar, Odisha. Then his family members went there to inquire, but found no trace of him. Anjurul Haque’s elder grandfather Ataur Rahman is doing DNA test in the first week, Anzal’s body was identified according to DNA test. He was a resident of Kantirpa Prasadpur village of Domohana Panchayat in Karandighi block of Uttar Dinajpur district. His frozen body was finally returned home in a coffin on Friday. On this day, a large gathering of people can be seen around his house. He has aged parents and three small children at home. Odisha train accident has claimed many lives, instead of getting father, small children got father’s frozen body, family broke down in tears.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights