এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ


মালদা: মালদায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবারে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা তৃণমূল কর্মীর নাম আজিমুদ্দিন শেখ। গভীর রাতে কেউ বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও অগ্নিসংযোগের পরপরই পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়াই সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় কোন অঘটন করতে পারিনি। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বলতে পারেননি তৃণমূল কর্মী আজিমুদ্দিন শেখ। তবে এলাকাবাসীরা মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Malda: Post-poll violence continues in Malda. This time, the house of a Trinamool worker was allegedly set on fire. The incident took place in the Anandipur area of ​​Narhatta village panchayat of Maldar English Bazar thana. It is known that the name of the Trinamool worker is Azimuddin Sheikh, a resident of that area. It is alleged that someone set fire to his house late at night. However, immediately after the fire, the family members immediately extinguished the fire. As a result, I could not do any major incident. As soon as the matter came to light on Thursday morning, there was a sensation in the entire area. However, Trinamool activist Azimuddin Sheikh could not say clearly who started the fire. However, the locals think that this incident is due to political revenge. The police reached the spot after receiving the information.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights